এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

NRC করতে দেব না, Voter List-এ নাম তুলুন, মালদায় বার্তা মমতার

নিজস্ব প্রতিনিধি: মালদা(Malda) জেলার বুকে প্রশাসনিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) কোন বার্তা দেন সেদিকেই তাকিয়ে ছিলেন সকলে। সেই আশা বিফল হল না। বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আমজনতাকে যেমন মুখ্যমন্ত্রী বার্তা দিলেন তেমনি বার্তা দিলেন পুলিশ প্রশাসনের আধিকারিকদেরও। বুধবার রাতেই ট্রেনে করে মালদায় পৌঁছে যান মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার দুপুরে ইংরেজবাজার(English Bazaar) শহরের দূর্গাকিঙ্কর সদনে প্রশাসনিক সভায় যোগ দেন মুখ্যমন্ত্রী। অডিটোরিয়াম থেকে তাঁর সরকারের একাধিক উন্নয়নমূলক কাজের খতিয়ান তুলে ধরার পাশাপাশি NRC নিয়ে, কালিয়াগঞ্জ নিয়ে, Voter List নিয়ে সরব হন মমতা। এদিন মালদার প্রশাসনিক সভায় সরকারের শীর্ষ আধিকারিক থেকে শুরু করে জেলা সর্বস্তরের জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন অধিগৃহীত জমির বাসিন্দাদের মালিকানা স্বত্ত্ব দেবে মমতার সরকার

এদিন NRC নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘NRC নিয়ে আবার চিঠি পাঠিয়েছে কেন্দ্র। সরাসরি NRC-র নাম বলা হয়নি। নির্বাচন সামনে এলেই এইসব মনে পড়ে। কিন্তু আমি আপনাদের কথা দিচ্ছি, আমরা NRC করব না। NRC করতেও দেব না। চিঠিতে পরিষ্কার লেখা আছে যাঁদের আধার কার্ড, প্যান কার্ড, মাথা-মুণ্ডু কার্ড না থাকবে, তাদেরকে বিদেশি হিসেবে ঘোষণা করা হবে। মানে যাতে তাঁদের ডিটেনশন ক্যাম্পে রেখে তাড়িয়ে দেওয়া যায়। ঠিক যেমনটা অসমে হয়েছিল। ওটা নিয়ে নিশ্চিন্তে থাকুন, আমি দেখে নেব। তবে অতি অবশ্যই Voter List-এ নিজেদের নাম তুলবেন। ১০ বছর পর আধার কার্ড নতুন করে করতে বলছে। সেটা যখন শুরু হবে তবে করে নেবেন। ভোট দেওয়া নাগরিক অধিকার। যাতে বলতে না পারে যে ভোট দেওয়ার কারণে নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে। এরা সব কিছুই করতে পারে। কোনও বিশ্বাস নেই এঁদের ওপর। তাই ভোটার লিস্টে নাম তোলার অনুরোধ করলাম।’

আরও পড়ুন বঙ্গে গণধর্ষণকাণ্ডে বিপাকে বিজয়বর্গীয়, ধাক্কা দিল সুপ্রিমকোর্ট

কোনও ঘৃণা ভাষণের ক্ষেত্রে সমস্ত রাজ্য এবং কেন্দ্র শাসিত অঞ্চলগুলিতে স্বতঃপ্রণোদিত হয়ে মামলা করার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট(Supreme Court)। শুধু তাই নয়, যদি মামলা করতে বিলম্ব করা হয় সেক্ষেত্রে তা আদালত অবমাননা বলেও ধরা হবে বলে জানিয়েছিল সর্বোচ্চ আদালত। মালদার প্রশাসনিক বৈঠকে গিয়ে সেই ঘৃণা ভাষণ প্রসঙ্গেও মুখ খুলেছেন মুখ্যমন্ত্রী। কার্যত এদিনের বৈঠক থেকে তিনি পুলিশকে ঘৃণা ভাষণের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করার নির্দেশ দিয়েছেন। বলেছেন, ‘DG, SP, IC-কে বলেছি, ঘৃণা ভাষণের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতে। এই বিষয়ে সুপ্রিম কোর্টের একটি নির্দেশিকা রয়েছে। আমরা অনেক সময় ঘৃণা ভাষণের বিরুদ্ধে পদক্ষেপ করি না। কিন্তু, এই বিষয়ে কড়া হাতে ব্যবস্থা নিতে হবে। কেউ অশান্তি চায় না। কেউ দাঙ্গা চায় না। কিছু রাজনৈতিক নেতা চায়। অনেকে উসকানি দেয়। কোনও ঘটনা ঘটলেই সঙ্গে সঙ্গে পদক্ষেপ করতে হবে। ওয়েটিং লিস্টের কোনও জায়গা নেই। ধান্দাবাজদের বিরুদ্ধে খবর রাখতে হবে। বাংলাকে বদনাম করার জন্য ছোট একটি ঘটনা ঘটলে ফেক নিউজ ছড়িয়ে দেওয়া হচ্ছে। এই নিয়ে সুপ্রিম কোর্টের একটা রায় দিয়েছে। পুলিশকে এই রায়ের কপি দিতে হবে। এবং, ফেক নিউজের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে হবে। কে কোন ওয়ার্ডে এই কাজ করে তা খতিয়ে দেখুন। কালিয়াগঞ্জে কে চালাল গুলি? ওই গ্রামটা তো BSF কনট্রোল করে, এটা কি সত্যি? কেন কালিয়াগঞ্জে প্রথমে কনস্টেবলকে পাঠানো হল? মানুষের মৃত্যুর পর তাঁর সম্মান প্রাপ্য। ইনফর্মেশন কিন্তু শক্ত করতে হবে।’

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

সুপ্রিম কোর্টের দ্বারস্থ দেবাশিস ধর, মামলা শুনতে সম্মত শীর্ষ আদালত

Per Day Income ৩-৪ কোটি, শাহজাহান কাণ্ডে দাবি CBI’র

পুরুলিয়ায় তৃণমূলের জেলা পরিষদ সদস্যের অস্বাভাবিক মৃত্যুতে গ্রেফতার ৩

দুর্গাপুর এনআইটি ‘র দ্বিতীয় বর্ষের ছাত্রের আত্মহত্যা, গাফিলতির দায় মেনে পদত্যাগ ডিরেক্টরের

সীমান্তবর্তী শহর বসিরহাটে নির্বাচনের আগে জোর তল্লাশি পুলিশের

সন্দেশখালিতে সিবিআই রাতের অন্ধকারে বিদেশি পিস্তল লুকিয়ে রেখে এসেছে: অখিল গিরি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর