এই মুহূর্তে

রুবিতে স্কাইওয়াক তৈরিতে পুলিশের ছাড়পত্র, বরাদ্দ ৫০ কোটি

নিজস্ব প্রতিনিধি: যাত্রীদের জন্য সুখবর! দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটাতে অবশেষে স্কাইওয়াক নির্মাণের সিদ্ধান্ত চূড়ান্ত হল রুবি মোড়ে। ইএম বাইপাস ও রাসবিহারী কানেক্টরের গুরুত্বপূর্ণ সংযোগস্থলে এই আধুনিক স্কাইওয়াক তৈরির জন্য লালবাজারের ট্র্যাফিক বিভাগ সবুজ সংকেত দিয়েছে। ইতিমধ্যেই এই বিষয়ে কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি (কেএমডিএ)-কে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠানো হয়েছে। সম্প্রতি লালবাজারে আয়োজিত এক উচ্চপর্যায়ের বৈঠকে কেএমডিএ, রেল এবং ট্র্যাফিক পুলিশের শীর্ষ কর্তারা উপস্থিত ছিলেন। সেখানেই রুবি মোড়ে স্কাইওয়াক নির্মাণের পরিকল্পনায় চূড়ান্ত সিলমোহর পড়ে।

প্রসঙ্গত, ২০২৩ সাল থেকেই এই স্কাইওয়াক তৈরির উদ্যোগ নিয়েছিল কেএমডিএ। তবে মেট্রো রেল নির্মাণের কাজ এবং ক্রমবর্ধমান যানজটের কারণে একাধিকবার প্রকল্পটি পিছিয়ে যায়। এবার ট্রাফিক পুলিশের অনুমোদন মেলায় দ্রুত কাজ শুরুর পথে প্রকল্পটি। সরকারি সূত্রে খবর, প্রায় ৫০ কোটি টাকা ব্যয় গোলাকার নকশার এই স্কাইওয়াক তৈরি হবে। এটি সরাসরি রুবি মেট্রো স্টেশনের সঙ্গে যুক্ত থাকবে। স্কাইওয়াকে চারটি র‍্যাম্প থাকবে, যেখানে চলমান সিঁড়ির পাশাপাশি প্রবীণ ও বিশেষভাবে সক্ষম দের জন্য লিফট-এর ব্যবস্থাও রাখা হবে। রাস্তার উপর থেকে স্কাইওয়াক এর উচ্চতা হবে প্রায় ৫০ মিটারেরও বেশি।

আরও পড়ুন: ব্যারাকপুরে আনন্দপুরির মাঠে সভা করতে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, ডেইলি প্যাসেঞ্জারি অব্যাহত

দক্ষিণ-পূর্ব কলকাতায় অন্যতম ব্যস্ত সংযোগস্থল রুবি মোড় দিয়ে প্রতিদিন প্রায় ২০ লক্ষের বেশি যানবাহন চলাচল করে। অফিস টাইমে এই এলাকায় যানজট চরমে ওঠে। বিশেষ করে, রুবি মেট্রো স্টেশন চালু হওয়ার পর যাত্রীদের চাপ আরো বেড়ে যায়। স্টেশনের সব গেট একদিকে থাকায় অনেক যাত্রীকে জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা পার করতে হয়। এই পরিস্থিতিতে পথচারীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং যান চলাচল স্বাভাবিক রাখতে তাই ওয়াক নির্মাণের সিদ্ধান্ত। প্রশাসনের আশা, এই স্কাইওয়াক চালু হলে দুর্ঘটনার আশঙ্কাও কমবে এবং রুবি মোড়ের যানজট অনেকটাই নিয়ন্ত্রণে আসবে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

দলীয় পতাকার জামা গায়ে ৬০ কিমি পথ পাড়ি, দিদির টানে খনাকুল থেকে পায়ে হেঁটে সিঙ্গুরে তাইবুল

মমতার হাত শক্ত করতে হবে, কলকাতায় এসে বললেন ওমর আবদুল্লা

তিনজনের গলার নলি কাটা, একজনের দেহ ঝুলছে সিলিংয়ে, মুর্শিদাবাদে হাড়হিম ঘটনা

‘‌কৃষি ও শিল্প চলবে, কারও জমি কেড়ে নয়’‌, সিঙ্গুর থেকে শিল্পের বার্তা দিলেন মুখ্যমন্ত্রী

কাউকে ডিটেনশন ক্যাম্পে পাঠাতে দেব না, সিঙ্গুরে দাঁড়িয়ে আশ্বাস মুখ্যমন্ত্রীর

মেডিক্যাল কলেজে পা দিতেই ‘চোর-চোর’ স্লোগান! পড়ুয়াদের তুমুল বিক্ষোভে এলাকা ছাড়লেন তৃণমূল বিধায়ক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ