এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

মুখ্যমন্ত্রীর সফরের আগেই কড়া নিরাপত্তার বেষ্টনীতে ঝাড়গ্রাম

নিজস্ব প্রতিনিধি: আন্তর্জাতিক আদিবাসী দিবস(International Tribal Day) উপলক্ষ্যে চলতি সপ্তাহের বুধবার ঝাড়গ্রামে(Jhargram) পা রাখতে চলেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। তার আগে থেকেই গোটা ঝাড়গ্রাম জেলাকে কড়া নিরাপত্তা বেষ্টনীতে(Strong Security Arrangement) বেঁধে দিল জেলা তথা রাজ্য প্রশাসন। ইতিমধ্যেই ঝাড়গ্রাম জেলার আন্তঃরাজ্য সীমানাগুলি সিল করে দিয়েছে জেলা পুলিশ(Police)। একইসঙ্গে জেলার অভ্যন্তরে নাকা চেকিং বাড়ানো হয়েছে। প্রশাসনের অনুমান আদিবাসী দিবসের মূল অনুষ্ঠান ছাড়াও একাধিক জায়গায় যেতে পারেন মুখ্যমন্ত্রী। ইতিমধ্যেই বেশকিছু এলাকা পরিদর্শন করেছেন মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা কর্তারা। তাই জেলার সর্বত্র কড়া নজরদারির ব্যবস্থা করা হয়েছে এদিন থেকেই। একই সঙ্গে গোটা ঝাড়গ্রাম শহর সিসিটিভি ক্যামেরায় মুড়ে ফেলা হচ্ছে। পাশাপাশি প্রচুর পুলিশ মোতায়েনও করা হচ্ছে। প্রতিটি আন্তঃরাজ্য সীমানা এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। রুটিনমাফিক ২৪ঘণ্টা ধরে চলছে নাকা চেকিং।

আরও পড়ুন মঙ্গলবার চোখে অস্ত্রপচার অভিষেকের, তার আগেই কটাক্ষ ED-কে

রাজ্যের পঞ্চায়েত নির্বাচনের পরে এই প্রথম জঙ্গলমহলে পা রাখতে চলেছেন মুখ্যমন্ত্রী। পঞ্চায়েত ভোটে শাসকদলকে ভোট দিয়ে আস্থা রেখেছে জঙ্গলমহল। বেশিরভাগ গ্রাম পঞ্চায়েত দখল করেছে তৃণমূল কংগ্রেস। জেলা পরিষদ ও পঞ্চায়েত সমিতিও গিয়েছে তৃণমূলের দখলে। কুড়মিদের আন্দোলন সেই ভোটে কোনও ছাপই ফেলতে পারেনি। আবার প্রভাব ফেলতে পারেনি বাম ও বিজেপিও। কার্যত গোটা জঙ্গলমহলজুড়েই জোড়াফুলের সুনামি বয়ে গিয়েছে এবারের পঞ্চায়েত নির্বাচনে। গতবছর বীরসা মুণ্ডার জন্মদিন উপলক্ষ্যে ঝাড়গ্রামে এসেছিলেন মুখ্যমন্ত্রী। সেইসময় জেলার মানুষের সমস্যার কথাও তিনি শুনেছিলেন। একইসঙ্গে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাসও দেন। এমনকী জেলার মানুষের জন্য তিনি ৬৬কোটি ১৮লক্ষ টাকা ব্যয়ে বিভিন্ন প্রকল্পের শিলান্যাস করেছিলেন। জেলায় মানুষের জন্য ২৩টি প্রকল্পের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। এবারেও  মুখ্যমন্ত্রী বেশকিছু প্রকল্পের উদ্বোধন করবেন বলে জানা গিয়েছে।

আরও পড়ুন স্টেশনের আধুনিকীকরণে ভোট আসবে কী, প্রশ্ন বিজেপিরই অন্দরে

ঝাড়গ্রাম জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী ঝাড়গ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালে যেতে পারেন। কারণ মুখ্যমন্ত্রীর নির্দেশেই জেলায় ওই মেডিকেল কলেজ ও হাসপাতাল তৈরি হয়েছে। এছাড়া হাসপাতালের পরিকাঠামো বদল হয়েছে। একইসঙ্গে জামবনী ব্লকের কনকদুর্গা মন্দিরেও মুখ্যমন্ত্রী যেতে পারেন। মুখ্যমন্ত্রীর নির্দেশে প্রায় ২ কোটি টাকা খরচ করে মন্দির সংস্কারের কাজ হয়েছে। ওইদিন দুপুর ১টায় ঝাড়গ্রাম স্টেডিয়ামে আদিবাসী দিবসের অনুষ্ঠান শুরু হওয়ার কথা। ওইদিন বিকেলে বেলপাহাড়ীও যেতে পারেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে জানা গিয়েছে, মুখ্যমন্ত্রীর ঝাড়গ্রাম সফরের আগেই জেলায় স্কুল ইউনিফর্ম তৈরির কাজ শেষ। ইতিমধ্যেই ধাপে ধাপে জেলার ২ হাজার ৩৪২টি স্কুলের ছাত্রছাত্রীদের হাতে স্কুল ইউনিফর্ম তুলে দেওয়ার কাজ শুরু হয়েছে। এরফলে উপকৃত হবে ১ লক্ষ ৫৬ হাজার ৫৬২ জন ছাত্রছাত্রী। জেলায় স্বনির্ভর গোষ্ঠীর মহিলারাই স্কুল ইউনিফর্মগুলি তৈরি করেছেন। আপাতত ছাত্রছাত্রীদের এক সেট করে স্কুল ইউনিফর্ম দেওয়া হচ্ছে। গত পাঁচ বছরে জেলায় স্বনির্ভর গোষ্ঠীর সংখ্যা বেড়েছে দ্বিগুণ হারে। একইসঙ্গে জেলার মহিলাদের কর্মসংস্থানও হয়েছে। মুখ্যমন্ত্রীর নির্দেশে গত বছর জেলার মহিলাদের স্কুল ইউনিফর্ম তৈরির প্রশিক্ষণ দেওয়ার কাজ শুরু হয়। সেই প্রশিক্ষণ শিবিরে মহিলাদের উপস্থিতির হার ছিল চোখে পড়ার মতো।

আরও পড়ুন নবগ্রামের পরে বহরমপুর, যুবকের মৃত্যুতে কাঠগড়ায় পুলিশ

ঝাড়গ্রাম জেলায় ৭৮টি সঙ্ঘ, ১টি মহাসঙ্ঘ ও পুরসভা এলাকায় স্কুল ইউনিফর্ম তৈরির কাজ করেছে। দু’হাজারের বেশি মহিলা এই কাজের সঙ্গে যুক্ত রয়েছেন। জেলার মেয়েরা ৩ লক্ষ ১৩ হাজার ১২৪ সেট স্কুল ইউনিফর্ম তৈরি করবেন বলে জানা গিয়েছে। চলতি বছরের ৩১ সেপ্টেম্বরের মধ্যে আরও ১ সেট স্কুল ইউনিফর্ম ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। আর এই কাজের মাধ্যমে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের আয় বাড়ছে। অল্প কিছুদিনের মধ্যেই স্কুল ইউনিফর্ম তৈরি করতে সকলে পারদর্শী হয়ে উঠেছেন। এরফলে অনেকেই বাড়ির সন্তানদের জামাকাপড় নিজেরাই তৈরি করছেন। পাশাপাশি মুখ্যমন্ত্রী আন্তর্জাতিক আদিবাসী দিবসের অনুষ্ঠান থেকে ছাত্রছাত্রীদের হাতে স্কুল ইউনিফর্ম তুলে দিতে পারেন বলেও জানা যাচ্ছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

লক্ষ্মীর ভান্ডার বন্ধ হলে হাতা- খুন্তির লড়াই, হুঁশিয়ারি মমতার

মালদায় পুলিশি অভিযানে উদ্ধার ২৮ কোটির মাদক, ৩২ লাখ টাকা, গ্রেফতার ১

মহিলাদের অপমান করেছে বিজেপি, সন্দেশখালি নিয়ে সুর চড়ালেন অভিষেক

কনে যাত্রী নিয়ে যাওয়ার পথে শিলিগুড়িতে গাড়ি উল্টে মৃত্যু দু’জনের,আহত অন্তত ২৮

বহরমপুরের কিছু বুথে পুনরায় ভোটের দাবি কংগ্রেসের

বাইরে থেকে ইন্ডিয়া জোটকে সমর্থন, জানালেন মমতা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর