এই মুহূর্তে




দুটি নতুন এক লাখি স্কুটি বাজারে আনল Piaggio

নিজস্ব প্রতিনিধি: বিখ্যাত স্কুটার প্রস্তুতকারক সংস্থা পিয়াজ্জিও (Piaggio) ভারতের বাজারে আনল দুটি নতুন স্কুটার। তাঁদের আপ্রিলিয়া (Aprilia) ব্র্যান্ডের স্কুটির দুটি মডেল SR 125 এবং SR 160 বাজারে আনল সংস্থা। জানা যাচ্ছে, Aprilia SR 125 মডেলের দাম শুরু হচ্ছে ১,০৮ লক্ষ টাকা থেকে। আর Aprilia SR 160 মডেলের দাম পড়বে ১.১৮ লক্ষ টাকা মতো। পিয়াজ্জিও জানিয়েছে, খুব শীঘ্রই দেশের সমস্ত শো-রুমে বিক্রি শুরু হবে এই দুই নতুন মডেলের। তবে ইতিমধ্যেই প্রি-বুকিং শুরু হয়ে গিয়েছে। ইচ্ছুক ক্রেতারা মাত্র ৫০০০ টাকা দিয়ে সংস্থার ওয়েবসাইট থেকে যেকোনও একটির প্রি-বুকিং করতে পারবেন। স্কুটি দুটি সাদা, নীল, ধুসর, লাল এবং কালো রঙে পাওয়া যাবে।

Aprilia SR 160 মডেলটির ডিজাইনে অনেক পরিবর্তন করে আরও আকর্ষণীয় করা হয়েছে। সামনের অংশটি সুন্দরভাবে সাজানো হয়েছে, নতুন ডিজাইনের এলইডি হেডল্যাম্প দেওয়া হয়েছে। এতে থাকছে ABS (Antilock braking system) এবং 160 CC 3V Tech FI ইঞ্জিন। সংস্থার দুচাকা বিভাগের প্রধান সুধাংশু আগরওয়াল জানিয়েছেন, নতুন স্কুটির দুটি মডেলই বাজারে ঝড় তুলবে। আধুনিক ডিজাইন এবং অত্যাধুনিক প্রযুক্তির সংমিশ্রণে। বিশেষ করে ভারতের রাস্তার কথা মাথায় রেখেই তৈরি হয়েছে Aprilia SR 160 এবং SR 125 মডেল দুটি। যা জ্বালানি সাশ্রয়ের পাশাপাশি আরামদায়ক রাইডের মজা দেবে ক্রেতাদের।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ব্যাঙ্ক, জিএসটি, আধার ও পেনশন, ১ নভেম্বর থেকে ৪ ক্ষেত্রে বড় পরিবর্তন, কী কী নিয়ম মানতে হবে?

জলের দর! ১৫ হাজারের কম দামে Full Automatic Washing Machine, কোথায় পাবেন জানুন

গ্রাহকদের আস্থা অর্জন করে চলেছে বন্ধন ব্যাঙ্ক, ব্যবসা ৯ শতাংশ বেড়ে পৌঁছেছে ২.৯৮ লক্ষ কোটি টাকায়

কমল সোনার দাম, মুখ হাসি ফুটল মধ্যবিত্তদের, দেশজুড়ে কোথায় কেমন ২৪ ক্যারেটের মূল্য?

মঙ্গলবার কিছুটা কমলেও বুধে ফের লাফিয়ে বাড়ল সোনা-রুপোর দাম, কলকাতায় কত?

ভারতের বাজারে কবে আসছে iQOO 15? মিলল বড় আপডেট

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ