এই মুহূর্তে




৭ লক্ষ টাকার টয়লেট, কী এমন আছে এতে?

আন্তর্জাতিক ডেস্ক: একটি টয়লেট সেটের (প্যান) দাম ৭ লক্ষ টাকা! যা ভারতের অতি ধনীরাও কল্পনা করতে পারবেন না হয়তো। কিন্তু জাপানে অত্যাধুনিক সব প্রযুক্তির টয়লেট সেট বিক্রি হয় যার দাম ৭ লক্ষ টাকা পর্যন্ত হয়। কী এমন আছে ওই সমস্ত টয়লেট সেটে। এই সমস্ত হাইটেক টয়লেটে রয়েছে অবাক করা কিছু বৈশিষ্ট, যা আপনাদের চোখ কপালে তুলতে বাধ্য করবে। জাপান বরাবরই অত্যাধুনিক প্রযুক্তির জন্য সুপরিচিত। অত্যাধুনিক সব প্রযুক্তি আবিস্কার করে বিশ্বকে তাক লাগিয়ে দেওয়ার জন্য জাপানিরা মুখিয়ে থাকেন। সেটা দ্রুতগতির বুলেট ট্রেনই হোক বা হাইটেক টয়লেট তৈরি করেই হোক।

এরকমই এক উচ্চ প্রযুক্তির টয়লেট তৈরি করেছে জাপানিরা। যা রাজধানী টোকিওর একটি বিল্ডিংয়ে বসানো হচ্ছে। ভারতীয় মুদ্রায় ওই টয়লেটের দাম পড়বে প্রায় ৭ লক্ষ টাকা পর্যন্ত। বিবিসি-র এক প্রতিবেদনে বলা হয়েছে, ওই বিল্ডিংটি ডিজাইন করেছেন অলিম্পিক ভিলেজের মুখ্য নির্মানকারী স্থপতি। এই টয়লেটগুলি একেবারেই আলাদা। এই টয়লেটের সিট থেকে স্বয়ংক্রিয়ভাবে বেরিয়ে আসবে গরম জল। এছাড়া ঋতু অনুয়ায়ী গরম হাওয়া দেবে উষ্ণ অনুভূতি। অর্থাৎ ঋতু অনুযায়ী জলের তাপমাত্রা নিয়ন্ত্রন হবে স্বয়ংক্রিয়ভাবে। আপনা থেকেই টয়লেটের ঢাকনা খুলে যাবে। জলের ব্যবহারও হবে সুনিয়ন্ত্রিত।

সবচেয়ে আকর্ষণীয় ফিচার্স হল এই টয়লেটে আছে এক বিশেষ স্পিকার। যা অবাঞ্ছিত বাতকর্মের আওয়াজ নিয়ন্ত্রন বা বন্ধ করে দেবে। ফলে আপনাকে লজ্জায় পড়তে হবে না প্রকৃতিক কর্মের সময়। এছাড়া প্রতিটি টয়লেটে বসানো হয়েছে স্মার্ট গ্লাস। একধরণের অসচ্ছ্ব কাঁচ। যার ফলে আপনি টয়লেটে বসে বাইরে সকলকে দেখতে পেলেও আপনাকে কেউ দেখতে পাবেন না। উল্লেখ্য, জাপানে প্রায় ৮০ শতাংশ টয়লেটই বৈদ্যুনিক।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ব্যাঙ্ক, জিএসটি, আধার ও পেনশন, ১ নভেম্বর থেকে ৪ ক্ষেত্রে বড় পরিবর্তন, কী কী নিয়ম মানতে হবে?

জলের দর! ১৫ হাজারের কম দামে Full Automatic Washing Machine, কোথায় পাবেন জানুন

গ্রাহকদের আস্থা অর্জন করে চলেছে বন্ধন ব্যাঙ্ক, ব্যবসা ৯ শতাংশ বেড়ে পৌঁছেছে ২.৯৮ লক্ষ কোটি টাকায়

কমল সোনার দাম, মুখ হাসি ফুটল মধ্যবিত্তদের, দেশজুড়ে কোথায় কেমন ২৪ ক্যারেটের মূল্য?

মঙ্গলবার কিছুটা কমলেও বুধে ফের লাফিয়ে বাড়ল সোনা-রুপোর দাম, কলকাতায় কত?

ভারতের বাজারে কবে আসছে iQOO 15? মিলল বড় আপডেট

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ