এই মুহূর্তে




সুখবর, একধাক্কায় প্রায় ১৭০০ ট্রেনের ভাড়া কমছে

নিজস্ব প্রতিনিধি: করোনা পরবর্তী সময় স্পেশাল ট্রেন চালাচ্ছে ভারতীয় রেল। এরফলে যাত্রীদের বাড়তি ভাড়া গুণতে হচ্ছে। এবার সমস্ত লোকাল ও দূরপাল্লার ট্রেন থেকেই স্পেশাল তকমা সরিয়ে করোনা পূর্ববর্তী নামে ফেরত আনার কথা ঘোষণা করছে রেলমন্ত্রক। এরফলে কমছে রেল ভাড়াও। রেল সূত্রের খবর, একধাক্কায় প্রায় ১,৭০০ ট্রেনের ভাড়া কমে যাবে ১৫ শতাংশ। যাত্রীদের দাবি ছিল, করোনা পরবর্তী সময় স্পেশাল ট্রেনের আড়ালে ভাড়া বাড়িয়ে দিয়েছিল রেল।

এমনকি অনেক স্টেশনে দুই বা তিনগুণ প্ল্যাটফর্ম টিকিটের দামও বাড়িয়েছিল রেলমন্ত্রক। তাঁদের যুক্তি ছিল, ভিড় এড়াতে প্ল্যাটফর্ম টিকিট বা দূরপাল্লার ট্রেনের ভাড়া কিছুটা বাড়ানো হয়েছে। যাতে নিতান্ত প্রয়োজন ছাড়া কেউ ট্রেনে না চাপেন। এবার স্পেশাল ট্রেনের তকমা সরিয়ে নিলে ট্রেন আগের নম্বর ও নামে চলাচল করবে। ফলে ওই বিশেষ ভাড়াও প্রত্যাহার করছে রেল। করোনা সংক্রমণ পূর্ববর্তী সময়ে যে ভাড়া নেওয়া হত সেই ভাড়াই এবার নেওয়া হবে। ফলে ১৫ শতাংশ মতো কমে যাবে টিকিটের দাম। এতে উপকৃত হবেন লক্ষ লক্ষ যাত্রী।

রেল সূত্রে জানা যাচ্ছে, চলতি অর্থবর্ষের প্রথম ছয় মাসে প্রায় ১১৮০.১৯ কোটি যাত্রী পরিবহণ করেছে রেল। এর থেকে রেলের আয় হয়েছে ১৫,৪৩৪.১৮ কোটি টাকা। সেখানে গত অর্থবর্ষে অর্থাৎ ২০১৯-২০ অর্থবর্ষে মোট ৪১৭৩.৫২ মিলিয়ন যাত্রীবহন করেছিল ভারতীয় রেল। যা থেকে রেলের আয় হয়েছিল মোট ২৬,৬৪২.৭৩ কোটি টাকা। লকডাউন ও আনলক পর্বে স্পেশাল ট্রেন চালিয়ে ক্ষতি অনেকটাই পুশিয়ে নিয়েছিল রেল। বর্তমানে পুরোনো সিস্টেম ফিরিয়ে আনতে ১৪ নভেম্বর থেকে মধ্যরাতে ৬ ঘণ্টা করে প্যাসেঞ্জার রিজার্ভেশন সিস্টেম (PRS) বন্ধ রাখা হচ্ছে। রাত সাড়ে এগারোটা থেকে ভোর ৫টা পর্যন্ত কোনও যাত্রীই টিকিট কাটতে পারবেন না। এই সিস্টেম আপগ্রেড হলেই পুরোনো ভাড়ায় টিকিট কাটতে পারবেন রেলযাত্রীরা।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ব্যাঙ্ক, জিএসটি, আধার ও পেনশন, ১ নভেম্বর থেকে ৪ ক্ষেত্রে বড় পরিবর্তন, কী কী নিয়ম মানতে হবে?

জলের দর! ১৫ হাজারের কম দামে Full Automatic Washing Machine, কোথায় পাবেন জানুন

গ্রাহকদের আস্থা অর্জন করে চলেছে বন্ধন ব্যাঙ্ক, ব্যবসা ৯ শতাংশ বেড়ে পৌঁছেছে ২.৯৮ লক্ষ কোটি টাকায়

কমল সোনার দাম, মুখ হাসি ফুটল মধ্যবিত্তদের, দেশজুড়ে কোথায় কেমন ২৪ ক্যারেটের মূল্য?

মঙ্গলবার কিছুটা কমলেও বুধে ফের লাফিয়ে বাড়ল সোনা-রুপোর দাম, কলকাতায় কত?

ভারতের বাজারে কবে আসছে iQOO 15? মিলল বড় আপডেট

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ