এই মুহূর্তে




LAVA AGNI Series-র নতুন ফোন আসছে ভারতের বাজারে, ফিচার কেমন?

নিজস্ব প্রতিনিধি: বর্তমান যুগে সকাল থেকে রাত মোবাইল ফোনের ব্যবহার বেড়েই চলেছে। নিত্যদিনের কাজের ক্ষেত্রে অপরিহার্য অঙ্গ হয়ে উঠেছে এই ছোট্ট যন্ত্রটি। প্রতি মুহূর্তে তাই সব সংস্থা নিজের নিজের মোবাইল ফোনের আপডেটেশন করে চলেছে। ভারতের বাজারে দেশীয় সংস্থার ফোনের চাহিদা বৃদ্ধি পাচ্ছে। সেই কারণেই ভারতে ব্যবসা বাড়াতে তৎপর হয়েছে LAVA।

সামনের মাসেই ভারতে আসতে চলেছে LAVA সংস্থার নতুন ফোন। নভেম্বর মাসে ভারতের লঞ্চ হবে LAVA AGNI 4। ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডসের ওয়েবসাইটে এই ফোনের নাম দেখা গিয়েছে। সেখান থেকেই অনুমান করা হচ্ছে LAVA AGNI 4 ভারতে আসতে আর খুব বেশি সময় নেবে না।

নভেম্বরের কবে ভারতের বাজারে আসছে LAVA AGNI 4? গত বছর বাজারে এসেছিল LAVA AGNI 3। এবার তার সাকসেসার মডেল হিসেবে ভারতে আসছে লাভার নতুন মডেল। জানা যাচ্ছে, এই ফোনে একটি মিডিয়াটেক পেমেন্ট সিটি ৮৩৫০ চিপসেট থাকতে পারে। ইতির ব্যাটারি ও থাকবে ৭ হাজার মেগাহার্জ। এই ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা থাকার কথা। ডিসপ্লের দিকে নজর দিলে জানা যায় 6.78 ইঞ্চি ডিসপ্লে থাকবে। পাশাপাশি রিফ্রেশ রেট ১২০ হার্জ থাকতে পারে। এই স্ক্রিনেই ফুল এইচডি প্লাস রেসিলিউশন পাওয়া যাবে।

ফোনের দাম কত হবে সেই বিষয়ে সম্ভাবনার কথা জানা গিয়েছে। ২৫ হাজার টাকার কাছাকাছি হবে এই ফোনের দাম। এই ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিটে ৫০ মেগাপিক্সেলের মেইন সেন্সর থাকতে পারে। পাশাপাশি LAVA BOLD N1 LITE ফোনটিও ভারতের বাজারে তাড়াতাড়ি আসতে চলেছে। অ্যামাজন থেকে এই ফোনটি কেনা যাবে। জলের পড়ে গেলে বা ফোন ধুলোতেও সমস্যা হবে না।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

মঙ্গলবার কিছুটা কমলেও বুধে ফের লাফিয়ে বাড়ল সোনা-রুপোর দাম, কলকাতায় কত?

ভারতের বাজারে কবে আসছে iQOO 15? মিলল বড় আপডেট

50MP সেলফি ক্যামেরা সহ নতুন ফোন আনছে Motorola

অষ্টম বেতন কমিশনের টার্মস অব রেফারেন্স তৈরিতে ছাড়পত্র দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা

ব্যাটারি ও ইঞ্জিন লাগানো জুতো আনছে নাইকে, এখন ই-স্কুটার হবে দুই পা

১৪ হাজার টাকার কমে বিক্রি হচ্ছে Samsung এর 5G স্মার্টফোন

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ