এই মুহূর্তে




এক জোড়া নতুন ফিচার নিয়ে আসছে Google Pay!

নিজস্ব প্রতিনিধি: ডিজিটাল ওয়ালেট প্ল্যাটফর্ম হিসেবে Google Pay এমনিতেই জনপ্রিয়। সংস্থার দাবি, ভারতে প্রায় ১ কোটি গ্রাহক গুগল পে ব্য়বহার করেন। এবার ইউজার্সদের কাছে এই প্ল্যাটফর্ম আরও জনপ্রিয় করতে নতুন দুটি ফিচার নিয়ে আসছে গুগল। ফলে নতুন ফিচার্সে আরও আকর্ষণীয় ও সহজ হবে বলেই দাবি সংস্থার। গুগল জানিয়েছে, এই দুটি ফিচারের মধ্যে একটি হবে বড় চমক। তাঁরা জানিয়ে দিয়েছে, এবার গুগল ওয়ালেট ব্যবহারকারীরা নতুন ভাষা ইংলিশ ব্যবহার করতে পারবেন। হিন্দি ও ইংরেজির মিশেলে এই হিংলিশ, যা সেটিংসে গিয়ে ভাষা পরিবর্তনের মধ্যমে বেছে নেওয়া যাবে।

সংস্থার দাবি, ভারতে অনেকেই ইংরেজি ভাষায় স্বচ্ছন্দ নন। তাঁদের কাছে এই হিংলিশ ভাষা অনেক আকর্ষণীয় হতে চলেছে। এই পরিবর্তন যে গুগল পে-কে আমজনতার আরও কাছে নিয়ে যাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আরেকটি ফিচার হল ‘বিল স্প্লিট’। এটাও একটি চমক। কারণ অনেকেই বিশেষ করে তরুণ প্রজন্ম একসঙ্গে হোটেল বা রেস্তরাঁয় খেতে যান। ফলে এবার এই ‘বিল স্প্লিট’ অপশনে তাঁরা বিল মেটানোর ব্যাপারটা ভাগ করে নিতে পারবেন। যদিও গত বছর থেকেই গুগল পে গ্রুপ ক্রিয়েট অপশন দিয়েছে। এবার এর সঙ্গে যুক্ত হল ‘বিল স্প্লিট’। ফলে নিজেদের মধ্যে বিলের টাকা ভাগ করে নিয়ে পেমেন্ট করতে পারবেন গ্রাহকরা।

গুগল সার্চেও এক বড়সড় পরিবর্তন আনছে সংস্থা। এবার কোনও বিষয়ে সার্চ করতে চাইলে সার্চ রেজাল্ট পড়ে শোনাবে গুগল। ফলে আর মোবাইল স্ক্রিনে খুঁটিয়ে পড়ার দরকার পড়বে না। শুনে নিলেই কেল্লাফতে। গাড়ি চালানো বা চোখের সমস্যা থাকলে গুগল সার্চে সমস্যা মিটবে এবার। তবে এই ফিচার্সগুলি এখনই আসছে না, ২০২২ সালের প্রথম দিকে আসবে বলে জানিয়েছে গুগল।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ব্যাঙ্ক, জিএসটি, আধার ও পেনশন, ১ নভেম্বর থেকে ৪ ক্ষেত্রে বড় পরিবর্তন, কী কী নিয়ম মানতে হবে?

জলের দর! ১৫ হাজারের কম দামে Full Automatic Washing Machine, কোথায় পাবেন জানুন

গ্রাহকদের আস্থা অর্জন করে চলেছে বন্ধন ব্যাঙ্ক, ব্যবসা ৯ শতাংশ বেড়ে পৌঁছেছে ২.৯৮ লক্ষ কোটি টাকায়

কমল সোনার দাম, মুখ হাসি ফুটল মধ্যবিত্তদের, দেশজুড়ে কোথায় কেমন ২৪ ক্যারেটের মূল্য?

মঙ্গলবার কিছুটা কমলেও বুধে ফের লাফিয়ে বাড়ল সোনা-রুপোর দাম, কলকাতায় কত?

ভারতের বাজারে কবে আসছে iQOO 15? মিলল বড় আপডেট

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ