27ºc, Haze
Friday, 24th March, 2023 10:00 pm
নিজস্ব প্রতিনিধি, ঢাকা: সম্প্রতি একটি হাস্যকর কারণে সংবাদের শিরোনামে উঠে এলেন অপু। গত ১১ মার্চ মুন্সিগঞ্জে একটি অনুষ্ঠানে পারফর্ম করতে গিয়ে একটি বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন হন নায়িকা। তাঁর সঙ্গে ছিলেন বাংলাদেশের জনপ্রিয় নায়ক নিরব। তাঁদের স্টেজ পারফর্মের সময়ই ঘটে দুর্ঘটনা। নাচ চলাকালীন অপু বিশ্বাসকে কোলে ওঠাতে গিয়ে পড়ে যান নায়ক নিরব। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও এখন দাপিয়ে বেড়াচ্ছে। যদিও এই পরিস্থিতিতেও নাচ চালিয়ে যান অপু-নিরব। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় তাঁদের নিয়ে শুরু হয়েছে ব্যপক ট্রোলিং। কেন এমনটা ঘটল, সেই নিয়েও সম্প্রতি মুখ খুললেন নিরব। অভিনেতা বলেছিলেন, “মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার একটি রিসোর্টে অনুষ্ঠান আয়োজন ছিল। সেখানে আমরা ‘হৃদয়ের আয়না’, ‘জল পড়ে পাতা নড়ে’, ‘বিয়াইন সাব’সহ চারটি গানে পারফর্ম করার পর শেষ গান ‘বিয়াইন সাব’-এ পারফর্ম করার সময়েই আমার কোল থেকে অপু পিছলে পড়ে যায়। যদিও আমরা কেউ ব্যথা পাইনি। ৫-৬ সেকেন্ড পরই স্বাভাবিকভাবে উঠে দাঁড়িয়ে নেচেছি। এমনকী আবারো অপুকে কোলে নিয়েই নেচেছি।”
কারণ প্রসঙ্গে নীরব বলেন, ‘সাধারণত একটি অনুষ্ঠানে যে রকম স্টেজ হয়, ওই স্টেজটি তেমন ছিল না। আমরা টাইলসের ওপর নেচেছি। টাইলসে পা পিছলে যাচ্ছিল। আমরা কেউ টাইলসে নেচে অভ্যস্ত নই। যে কারণে বারবার জুতা পিছলে গিয়ে এমন সমস্যা হয়েছে। তার মধ্যে অপুর পোশাক পাতলা পলিয়েস্টার কাপড় হওয়ার কারণে ওকে কোলে নিয়ে নাচতে গিয়ে পড়ে যাই।’ এই ঘটনায় মুখ খুলেছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিনও। ইস্যুটি টেনে তিনি বলেন, তাঁর সঙ্গেও এরকম তিনবার ঘটেছে।
ফেসবুকে মেহজাবীন বলেন, “জীবনে বেশ কয়েকবার পড়ে গিয়েছিলাম। বেশ কয়েকটি ঘটনা মনে আছে। পরে এক এক করে তিনটি ঘটনার বর্ণা দেন এই অভিনেত্রী। ক্লাস সিক্সে ক্লাসেরুমে চেয়ার দিয়ে দোল খাবার চেষ্টা করতে গিয়ে পড়ে গিয়েছিলাম। একটি ফাইভ স্টার হোটেলের রেস্টুরেন্টে বুফে খাচ্ছিলাম। আশেপাশে ২০০ লোকজন ছিল। বুফে টেলি থেকে খাবার নিয়ে নিজের টেবিলে ফেরার পথে খাবার সহ আমি ফ্লোরে পড়ে যাই। অন্যটি একবার শুটিং করার সময় এক হাতে মোবাইল ফোন, আরেক হাতে কফি.. সিঁড়ি থেকে নামছিলাম ফোনে টেক্সিং করতে করতে। তখনই স্লিপ কেটে চিটপটাং। কোমরে প্রচন্ড ব্যাথা পেলাম।”