এই মুহূর্তে




নথি এখন না দিলেও হবে, বিহারে ভোটার লিস্ট নিয়ে নয়া বিজ্ঞপ্তি নির্বাচন কমিশনের




নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি : বিতর্ক চলছে বিহারে ভোটার তালিক সংশোধন নিয়ে। কমিশনে ভোটার তালিকা সংশোধনের বিজ্ঞপ্তি নিয়ে সোচ্চার হয়েছেন বিরোধীরা। চাপের মুখে পড়ে এবার সুর নরম কমিশনের। বিহারের মুখ্য নির্বাচনী আধিকারিক পক্ষ থেকে নতুন বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, নথি এখনই না দিলেও হবে। কমিশনের পক্ষ থেকে নতুন বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেখানে বলা হয়েছে, এইমুহূর্তে নথি দিতে হবে না। তবে যে ফর্ম দেওয়া হয়েছে, সেটি আগে পূরণ করে জমা দেওয়া হোক। নথি যেগুলো দরকার, সেগুলো পরে দিলে হবে।

বিজ্ঞপ্তি বলা হয়েছে, ভোটারদের কাছে কিছু ফর্ম দেওয়া হয়েছে। সেগুলো ভরে নথি এবং ছবি সহ দ্রুত বুথ লেভেলে জমা করতে হবে। প্রয়োজনীয় নথি, যেগুলো দরকার, সেগুলো সঙ্গে না থাকলে ফর্মে সই করে জমা করুন। ২৬ জুলাই পর্যন্ত এই ফর্ম জমা দেওয়া যাবে। সমস্ত জেলাশাসকদের বলা হয়েছে, নথি ছাড়াই আপাতত ফর্ম জমা নিন। যত বেশি সংখ্যক ফর্ম জমা দেওয়া সম্ভব, জমা করুন। নথি পরে নিয়ে বিএলও ড্যাশবোর্ডে তুলে দেওয়া যাবে।

চলতি বছরের শেষেই বিহারে বিধানসভা নির্বাচন। তাই পরিস্থিতি স্বাভাবিক রাখতে আগের অবস্থান থেকে কিছুটা হলেও সরে এসেছে নির্বাচন কমিশন। বিহারে ভোটার তালিকার সংশোধনের কথা জানিয়েছিল নির্বাচন কমিশন। এক নির্দেশিকায় কমিশনের তরফে বলা হয়েছিল, ১৯৮৭ সালের ১ জুলাইয়ের আগে যাঁদের জন্ম হয়েছে, তাঁদের জন্মতারিখ এবং জন্মস্থানের নথি জমা করতে হবে। সেই ক্ষেত্রে ভোটারেরা জন্ম শংসাপত্র, পাসপোর্টের মতো নথি প্রমাণ হিসাবে জমা দিতে পারবেন। ১৯৮৭ সালে ১ জুলাইয়ের পরে যাঁরা জন্মেছেন, তাঁদের নিজের পরিচয়ের প্রমাণ করার নথির সঙ্গে বাবা-মায়েরও নথি জমা করতে হবে। কমিশনের ওই নির্দেশিকা নিয়ে তীব্র আপত্তি জানিয়েছিলেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরেই নির্বাচন কমিশন কিছুটা নরম হয়েছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

প্রতিদিন আত্মহত্যা করছেন ৮ কৃষক, বিধানসভায় তাস খেলায় মগ্ন মন্ত্রী

‘অপারেশন সিঁদুর’ নিয়ে সংসদে আলোচনায় রাজি কেন্দ্র

হিন্দু নন, তিরুপতি মন্দির থেকে ছাঁটাই ৪ কর্মচারী, ধর্মীয় বিতর্কের মুখে TTD

একমুখী লেনে ঢুকতে বাধা! হোমগার্ডকে ৫ কিমি রাস্তা টেনে হিঁচড়ে নিয়ে গেল বেপরোয়া গাড়ি

মর্মান্তিক! তিন নাবালক সন্তানকে বিষ খাইয়ে আত্মঘাতী দম্পতি, কারণ খুঁজছে পুলিশ

‘এক ফুল দো মালি’, হিমাচলে একই পাত্রীকে বিয়ে করলেন দুই সহোদর

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ