এই মুহূর্তে




পাকিস্তানের বালুচিস্তানে আত্মঘাতী বিস্ফোরণে নিহত ৫২

নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ: ফের রক্তে ভিজল পাকিস্তানের মাটি। শুক্রবার বালুচিস্তানের মাস্তুংয়ের এক মসজিদে ধর্মীয় জমায়েত চলাকালীন আত্মঘাতী বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই ভয়াবহ বিস্ফোরণে এক পুলিশ আধিকারিক-সহ ৫২জন প্রাণ হারিয়েছেন। গুরুতর জখম হয়েছেন আরও ৫০ জনের মতো। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা সঙ্কটজনক হওয়ায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। প্রতিবেদন প্রকাশ পর্যন্ত কোনও জঙ্গি সংগঠন বিস্ফোরণের দায় স্বীকার করেনি।

মাস্তুংয়ের সহকারী কমিশনার আত্তাহুল মুনিম জানিয়েছেন, ঈদ-ই-মিলাদুন উৎসব উপলক্ষ্যে আলফালাহ রোডে মদিনা মসজিদের সামনে এদিন সকালে জড়ো হয়েছিলেন কয়েকশো ধর্মপ্রাণ মুসলিম। শোভাযাত্রা শুরুর আগেই তীব্র বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা এলাকা। বিস্ফোরণ এতটাই ভয়াবহ ছিল যে ছিন্নভিন্ন হয়ে যান অনেকে। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন বহু মুসল্লি। প্রাণভয়ে অনেকেই ছোটাছুটি শুরু করে দেন। বিস্ফোরণের পরেই যুদ্ধকালীন ভিত্তিতে শুরু হয় উদ্ধারকার্য। আহত ও নিহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়। এখনও পর্যন্ত এক পুলিশ আধিকারিক-সহ ৫২ জনের মৃত্যু হয়েছে। গুরুতর জখম হয়েছেন আরও ৫০ জনের বেশি।

মাস্তুংয়ের জেলা স্বাস্থ্য আধিকারিক আবদুল রাজ্জাক শাহি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘বিস্ফোরণে গুরুতর জখমদের দুটি হাসপাতালে চিকি‍ৎসা চলছে। ওই দুটি হাসপাতালেই জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। চিকি‍ৎসক-সহ স্বাস্থ্য কর্মীদের যাবতীয় ছুটি বাতিল করা হয়েছে। মাস্তুং জেলা হাসপাতাল ও শহিদ নবাব ঘাউস বক্স রা্য়সানি মেমোরিয়াল হাসপাতালে চিকি‍ৎসাধীন বেশ কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে।’

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

নিজের জন্য রাখা কেক খেয়ে ফেললেন স্বামী, রাগে ২৫ বছরের দাম্পত্য চুকিয়ে দিলেন মহিলা

প্রবল জনরোষের মুখে ভাই অ্যান্ড্রুর রাজকীয় উপাধি কাড়লেন চার্লস

‘সত্যিকারের গণহত্যা’, সুদানে তিন দিনে ১৫০০ জনের মৃত্যুতে নিন্দায় সরব বহু দেশ

প্রথম বিশ্বযুদ্ধের সময় মাকে চিঠি লিখে বোতলে ভাসিয়ে দিয়েছিলেন দুই সৈনিক, মিলল ১০৯ বছর পর

জিনপিংয়ের সঙ্গে দুর্দান্ত বৈঠক, চিনের ট্যরিফ ১০% কমালেন ট্রাম্প

আফগান সীমান্তের কাছে তালিবানদের সঙ্গে সংঘর্ষে নিহত ক্যাপ্টেনসহ ৬ পাকিস্তানি সেনা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ