এই মুহূর্তে




পরিবার দেউলিয়া হওয়াতেই শিনজো আবেকে খুন’, চাঞ্চল্যকর স্বীকারোক্তি হত্যাকারীর

আন্তর্জাতিক ডেস্ক: পরিবার আর্থিকভাবে নিঃস্ব হয়ে পথে বসেছিল। আর ওই অসহায় অবস্থার পিছনে দায়ী ছিলেন জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবে। তাই বদলা নিতেই তাঁকে খুন করা হয়েছে বলে বিস্ফোরক দাবি করেছেন আবের হত্যাকাণ্ডে অভিযুক্ত তেতসুইয়া ইয়ামাগামি। টোকিওর এক আদালতে বিচার শুরুর প্রথম দিনেই ওই দাবি করেছেন তিনি।

তিন বছর আগে ২০২২ সালে জাপানের পশ্চিমাঞ্চলীয় নারা শহরে ভোটের প্রচারের সময় জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবের উপরে প্রাণঘাতী হামলা চালান ৪৫ বছর বয়সী সুইয়া ইয়ামাগামি। স্থানীয়ভাবে তৈরি বন্দুক দিয়ে আবের শরীর লক্ষ্য করে পর পর গুলি চালান। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী। পরে হাসপাতালে চিকি‍ৎসাধীন অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়েন ৬৭ বছর বয়সী আবে। ওই ঘটনা গোটা বিশ্বে শোরগোল ফেলে দিয়েছিল। ওই ভয়াবহ হত্যাকাণ্ডের পরেই আবের দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) ও ইউনিফিকেশন চার্চের (যা মুনিজ নামে বেশি পরিচিত) মধ্যে সম্পর্কের বিষয়টি জোর চর্চা শুরু হয়।

ব্রিটিশ সংবাদমাধ্যম ‘বিবিসি’ জানিয়েছে, ‘আদালতে জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রীর খুনি জানান, শিনজো আবে ইউনিফিকেশন চার্চের জন্য প্রচার চালিয়েছিলেন। আর তাতে প্রভাবিত হয়ে তাঁর মা ওই গির্জায় প্রায় ১০ কোটি ইয়েন (প্রায় ৬ লাখ ৬০ হাজার ডলার) দান করেছিলেন। চার্চে বিপুল অর্থ দান করার কারণে তাঁদের পুরো পরিবার দেউলিয়া হয়ে যায়। আর ওই অবস্থার জন্য আবের উপরে প্রচণ্ড ঘৃণা জন্মেছিল তার। সেই ঘৃণার জেরেই গুলি চালিয়েছিল।’ আবের মৃত্যুর পরেই গির্জার কর্মকাণ্ডের ওপর তদন্ত হয়। চার মন্ত্রীকে পদত্যাগ করতে হয়। চলতি বছরের মার্চে টোকিও আদালত গির্জাটি ভেঙে দেওয়ার নির্দেশ দেয়।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

নিজের জন্য রাখা কেক খেয়ে ফেললেন স্বামী, রাগে ২৫ বছরের দাম্পত্য চুকিয়ে দিলেন মহিলা

প্রবল জনরোষের মুখে ভাই অ্যান্ড্রুর রাজকীয় উপাধি কাড়লেন চার্লস

‘সত্যিকারের গণহত্যা’, সুদানে তিন দিনে ১৫০০ জনের মৃত্যুতে নিন্দায় সরব বহু দেশ

প্রথম বিশ্বযুদ্ধের সময় মাকে চিঠি লিখে বোতলে ভাসিয়ে দিয়েছিলেন দুই সৈনিক, মিলল ১০৯ বছর পর

জিনপিংয়ের সঙ্গে দুর্দান্ত বৈঠক, চিনের ট্যরিফ ১০% কমালেন ট্রাম্প

আফগান সীমান্তের কাছে তালিবানদের সঙ্গে সংঘর্ষে নিহত ক্যাপ্টেনসহ ৬ পাকিস্তানি সেনা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ