এই মুহূর্তে




ইরাকে বিয়ের অনুষ্ঠানে ভয়াবহ আগুন, পুড়ে ছাই ১১৩ জন

আন্তর্জাতিক ডেস্ক: ইরাকের উত্তরাঞ্চলের নিনেভে প্রদেশের এক বিয়ে বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ঝলসে প্রাণ হারিয়েছেন কমপক্ষে ১১৩ জন। অগ্নিদগ্ধ হয়েছেন আরও দেড় শতাধিক। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা সঙ্কটজনক। ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করছেন প্রশাসনিক আধিকারিকরা। পুলিশের অনুমান, বিয়েবাড়িতে পোড়ানো বাজি থেকেই ওই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

কাতার ভিত্তিক সংবাদমাধ্যম ‘আল-জাজিরা’ জানিয়েছে, মঙ্গলবার রাতে ইরাকের রাজধানী বাগদাদ শহর থেকে ৪০০ কিলোমিটার দূরের নিনেভে প্রদেশের আল হামাদানিয়া জেলার মাসুল শহরের একটি অনুষ্ঠান বাড়িতে বিয়ের অনুষ্ঠান চলছিল। পুরো অনুষ্ঠানস্থল দাহ্য পদার্থ দিয়ে সাজানো হয়েছিল। এক হাজারের বেশি অতিথি ওই বিয়ের অনুষ্ঠানে হাজির ছিলেন। রান পৌনে এগারোটা অনুষ্ঠানের আনন্দে মশগুল অতিথিরা আতশবাজি পোড়াচ্ছিলেন। ওই আতশবাজির ফুলকি ছিটকেই আগুন লাগে। নিমিষেই গোটা হলজুড়ে ওই আগুন ছড়িয়ে পড়ে। মশগুল

আগুনের লেলিহান শিখায় অনেকেই ঝলসে যান। প্রাণ ভয়ে অনেকে আতঙ্কিত হয়ে ছোটাছুটি শুরু করে দেন। অগ্নিকাণ্ডের খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ ও দমকল কর্মীরা। আগুন নেভানোর কাজ শুরু করার পাশাপাশি হলের ভিতরে আটকে পরা অতিথিদের উদ্ধারকার্য শুরু করেন। যুদ্ধকালীন ত‍ৎপরতায় উদ্ধারকার্যের জন্য সেনাবাহিনীকেও তলব করা হয়। নিনেভে প্রদেশের ডেপুটি গভর্নর হাসান আল-আলাক বুধবার সকালে সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় এখনও পর্যন্ত ১১৩ জন প্রাণ হারিয়েছেন। অগ্নিদগ্ধ হয়েছেন দেড়শোর বেশি। আহতদের স্থানীয হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনায় শোক প্রকাশ করেছেন ইরাকের প্রধানমন্ত্রী মহম্মদ শিয়া আল-সুদানি। সেই সঙ্গে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্তের নির্দেশও দিয়েছেন।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

নিজের জন্য রাখা কেক খেয়ে ফেললেন স্বামী, রাগে ২৫ বছরের দাম্পত্য চুকিয়ে দিলেন মহিলা

প্রবল জনরোষের মুখে ভাই অ্যান্ড্রুর রাজকীয় উপাধি কাড়লেন চার্লস

‘সত্যিকারের গণহত্যা’, সুদানে তিন দিনে ১৫০০ জনের মৃত্যুতে নিন্দায় সরব বহু দেশ

প্রথম বিশ্বযুদ্ধের সময় মাকে চিঠি লিখে বোতলে ভাসিয়ে দিয়েছিলেন দুই সৈনিক, মিলল ১০৯ বছর পর

জিনপিংয়ের সঙ্গে দুর্দান্ত বৈঠক, চিনের ট্যরিফ ১০% কমালেন ট্রাম্প

আফগান সীমান্তের কাছে তালিবানদের সঙ্গে সংঘর্ষে নিহত ক্যাপ্টেনসহ ৬ পাকিস্তানি সেনা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ