এই মুহূর্তে




প্রবল বর্ষণে ভাসছে নিউইয়র্ক, জারি জরুরি অবস্থা

নিজস্ব প্রতিনিধি, নিউইয়র্ক: টানা কয়েক ঘন্টার প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত নিউইয়র্ক। কোথাও এক হাঁটু, আবার কোথাও কোমর সমান  জল জমেছে। অধিকাংশ রাস্তা জলের নিচে চলে গিয়েছে। থমকে গিয়েছে যোগাযোগ ব্যবস্থা। ফলে পথে বেরিয়ে অনেকেই সমস্যায় পড়ছেন। গন্তব্যে পৌঁছনোর আগে  মাঝপথে আটকে পড়েছেন। ঘরবন্দি হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। আগামী কয়েক ঘন্টায় আরও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। তার পরেই শহরে আপ‍ৎকালীন অবস্থা জারি করেছেন নিউইয়র্কের গভর্নর ক্যাই হোচুল। বৃষ্টির জলে প্লাবিত লং আইল্যান্ড, হাডসন ভ্যালিতে অকারণে ভ্রমণ না করার জন্যও বাসিন্দাদের কাছে আর্জি জানিয়েছেন তিনি।<


নিউইয়র্কের নিকাশি ব্যবস্থা নিয়ে দীর্ঘদিন ধরেই বাসিন্দারা অভিযোগ জানিয়ে চলেছেন। গত বছরের সেপ্টেম্বর মাসেই নিউইয়র্কের পয়োঃবর্জ্য জলে পোলিও ভাইরাসের সন্দান মিলেছিল। গত জুলাই মাসে লাগাতার বৃষ্টির কারণে একজনের মৃত্যু পর্যন্ত হয়েছিল। কিন্তু প্রশাসনের টনক নড়েনি। নিকাশি ব্যবস্থার কারণে বর্ষার মরসুমে বার বার দুর্ভোগের মুখে পড়তে হয়েছে নিউইয়র্কের বাসিন্দারা।

শুক্রবার সকাল থেকে নিউইয়র্কজুড়ে ব্যাপক ঝড়-বৃষ্টি শুরু হয়। প্রবল বর্ষণের কারণে নিমিষেই শহরের বিভিন্ন রাস্তায় জল জমে যায়। বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ রাস্তায় জলের তোড়ে ভেসে যায় ছোট গাড়িও। লাগাতার বৃষ্টির ফলে কার্যত যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে। জাতীয় আবহাওয়া পরিষেবা বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, শুক্রবার সকালের বৃষ্টিতে ব্রুকলিন-সহ নিউইয়র্কের একাধিক জায়গায় গড়ে ৫.০৮ সেন্টিমিটারের বেশ বৃষ্টি হয়েছে। আগামী ঘন্টা দুয়েক ধরে্ প্রবল বর্ষণ হতে পারে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

নিজের জন্য রাখা কেক খেয়ে ফেললেন স্বামী, রাগে ২৫ বছরের দাম্পত্য চুকিয়ে দিলেন মহিলা

প্রবল জনরোষের মুখে ভাই অ্যান্ড্রুর রাজকীয় উপাধি কাড়লেন চার্লস

‘সত্যিকারের গণহত্যা’, সুদানে তিন দিনে ১৫০০ জনের মৃত্যুতে নিন্দায় সরব বহু দেশ

প্রথম বিশ্বযুদ্ধের সময় মাকে চিঠি লিখে বোতলে ভাসিয়ে দিয়েছিলেন দুই সৈনিক, মিলল ১০৯ বছর পর

জিনপিংয়ের সঙ্গে দুর্দান্ত বৈঠক, চিনের ট্যরিফ ১০% কমালেন ট্রাম্প

আফগান সীমান্তের কাছে তালিবানদের সঙ্গে সংঘর্ষে নিহত ক্যাপ্টেনসহ ৬ পাকিস্তানি সেনা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ