এই মুহূর্তে




‘সত্যিকারের গণহত্যা’, সুদানে তিন দিনে ১৫০০ জনের মৃত্যুতে নিন্দায় সরব বহু দেশ

আন্তর্জাতিক ডেস্ক: সুদানের পশ্চিম দারফুর অঞ্চলের এল-ফাশার শহর দখলে জন্য হামলা চালায় র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)। সেই হামলাতেই মাত্র তিন এক হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। আরব দেশগুলি এই হামলার তীব্র নিন্দা করেছে।

জানা গিয়েছে শহর দখলকে কেন্দ্র করে র‍্যাপিড সাপোর্ট ফোর্সের হামলায় প্রায় ১৫০০ মানুষ নিহত হয়েছেন। সুদানকে নিয়ন্ত্রণের জন্য সুদানের সেনাবাহিনীর সঙ্গে লড়াই করা আরএসএফ গত তিন দিনে কমপক্ষে ১,৫০০ জনকে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। এলাকার সাধারণ মানুষরা অবরুদ্ধ শহর থেকে পালানোর চেষ্টার সময়ে এই হামলার ঘটনা ঘটে বলে বুধবার সুদান ডক্টরস নেটওয়ার্ক জানিয়েছে। এই দেশের গৃহযুদ্ধের উপর নজরদারিকারী ডক্টরস নেটওয়ার্ক এই গ্রুপটি পরিস্থিতিকে “একটি সত্যিকারের গণহত্যা” হিসাবে বর্ণনা করেছে। এ হত্যাকাণ্ড পরিকল্পিত, নির্দিষ্ট জনগোষ্ঠীকে নির্মূল করার উদ্দেশ্য করা হয়েছে বলে মনে করছে সংগঠন।

গ্রুপটি জানিয়েছে, “আজ বিশ্ব যে গণহত্যা প্রত্যক্ষ করছে তা দেড় বছরেরও বেশি সময় আগে এল-ফাশারে ঘটে যাওয়া ঘটনারই একটি ধারাবাহিকতা, যখন বোমা হামলা, অনাহার এবং বিচারবহির্ভূত মৃত্যুদণ্ডের মাধ্যমে ১৪,০০০ এরও বেশি সাধারণ নাগরিককে হত্যা করা হয়েছিল।” “হত্যা ও নির্মূলের ইচ্ছাকৃত এবং পদ্ধতিগত অভিযানের” অংশ হিসাবে এই হামলা চালানো হচ্ছে বলেই অভিযোগ করা হয়েছে। ইয়েলের হিউম্যানিটেরিয়ান রিসার্চ ল্যাব (HRL) থেকে কৌশলগত এলাকায় গণহত্যার নতুন প্রমাণ পাওয়া গিয়েছে। এল-ফাশার শহরের স্যাটেলাইট ছবিতে দেখা গিয়েছে আরএসএফ প্রবেশের পর, মানবদেহের আকারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ অনেকগুলো বস্তু এবং মাটিতে লাল রঙের বিশাল অংশ দেখা গিয়েছে।

এই প্রসঙ্গে উল্লেখ্য, ২০২৩ সাল থেকে সুদানের সেনাবাহিনীর সঙ্গে আরএসএফ রক্তক্ষয়ী গৃহযুদ্ধে জড়িয়েছে। এই সংঘাতে ১ কোটি ২০ লাখের ও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে এবং কয়েক হাজার মানুষ প্রাণ হারিয়েছেন। ১৭ মাস ধরে অবরোধের পর আধাসামরিক বাহিনী দারফুরে সেনাবাহিনীর শেষ শক্ত ঘাঁটি এল-ফাশার দখল করে। অন্যদিকে আরএসএফের এই গণহত্যার তীব্র নিন্দা জানিয়েছে সৌদি আরব, মিশর, কাতার, তুরস্ক ও জর্ডানসহ আরব দেশগুলো।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

নিজের জন্য রাখা কেক খেয়ে ফেললেন স্বামী, রাগে ২৫ বছরের দাম্পত্য চুকিয়ে দিলেন মহিলা

প্রবল জনরোষের মুখে ভাই অ্যান্ড্রুর রাজকীয় উপাধি কাড়লেন চার্লস

প্রথম বিশ্বযুদ্ধের সময় মাকে চিঠি লিখে বোতলে ভাসিয়ে দিয়েছিলেন দুই সৈনিক, মিলল ১০৯ বছর পর

জিনপিংয়ের সঙ্গে দুর্দান্ত বৈঠক, চিনের ট্যরিফ ১০% কমালেন ট্রাম্প

আফগান সীমান্তের কাছে তালিবানদের সঙ্গে সংঘর্ষে নিহত ক্যাপ্টেনসহ ৬ পাকিস্তানি সেনা

ছ’বছর পর ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ জিনপিং-র, কী বললেন চিনা প্রেসিডেন্ট

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ