এই মুহূর্তে




নেদারল্যান্ডসে বন্দুকবাজের এলোপাথাড়ি গুলিতে মা, মেয়ে-সহ নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক: নেদারল্যান্ডসের রটরডামে একটি বাড়ি ও বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে বন্দুকবাজের এলোপাথাড়ি গুলিতে মর্মান্তিক মৃত্যু হয়েছে তিন জনের। তার মধ্যে মা-মেয়েও রয়েছেন। বন্দুকবাজকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত হামলাকারী ওই বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারেরই পড়ুয়া। রটরডামের পুলিশ প্রধান ফ্রেড ওয়েস্টারবেক হামলার নিন্দা করে দিনটিকে ‘ব্ল্যাক ডে’ হিসাবে আখ্যা দিয়েছেন। যদিও হামলাকারী ও নিহতদের পরিচয় প্রকাশ করেননি তিনি।

ব্রিটিশ সংবাদমাধ্যম ‘বিবিসি’ জানিয়েছে, বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর দুটো নাগাদ নেদারল্যান্ডসের বন্দরনগরী রটরডামের এক বাড়িতে ঢুকে প্রথমে এলোপাথাড়ি গুলি চালায় ৩২ বছরের এক যুবক। বাড়িটিতে আগুন ধরে যায়। এর পরে ওই বাড়ির কাছাকাছি অবস্থিত এরাসমাস বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে হাজির হয় হামলাকারী। ক্লাসে ঢুকে এক অধ্যাপককে লক্ষ করে গুলি চালায়। এলোপাথাড়ি গুলি চালানোর ঘটনায় বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারজুড়ে আতঙ্ক ছড়ায়। প্রাণভয়ে অনেকে ছোটাছুটি শুরু করেন। গুলি চালানোর খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যায় পুলিশের বিশাল বাহিনী। হামলাকারীকে পাকড়াও করেন পুলিশ আধিকারিকরা।

রটরডামের পুলিশ প্রধান ফ্রেড ওয়েস্টারবেক জানিয়েছেন, যে বাড়িতে প্রথমে হামলা চালিয়েছিল বন্দুকবাজ, সেই বাড়ির গৃহকর্ত্রী ও তাঁর ১৪ বছরের কিশোরী কন্যা-দুজনেই মারা গিয়েছেন। মেডিকেল সেন্টারে ঢুকে যে শিক্ষককে লক্ষ্য করে গুলি চালানো হয়েছিল, তাঁকেও বাঁচানো যায়নি। হামলাকারী কী কারণে ওই নৃশংস হত্যাকাণ্ড সংগঠিত করেছে, তা নিয়ে ধোঁয়াশায় রয়েছেন তদন্তকারীরা। কেননা, যে বাড়িতে ঢুকে বন্দুকবাজ পড়ুয়া প্রথমে গুলি চালিয়েছিল, তার কিছুটা অদূরেই থাকত সে। ফলে গুলিতে নিহত মা-মেয়ে দুজনেই তার পূর্ব পরিচিত। তাছাড়া যে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে হামলা চালানো হয়েছে, সেই মেডিকেল সেন্টারের পড়ুয়া ছিল। অর্থা‍ৎ হামলার শিকার হওয়া তিনজনেই বন্দুকবাজের পূর্ব পরিচিত। ফলে হত্যাকাণ্ডের পিছনে প্রণয় ঘটিত বিষয় জড়িত থাকার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না তদন্তকারীরা।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

নিজের জন্য রাখা কেক খেয়ে ফেললেন স্বামী, রাগে ২৫ বছরের দাম্পত্য চুকিয়ে দিলেন মহিলা

প্রবল জনরোষের মুখে ভাই অ্যান্ড্রুর রাজকীয় উপাধি কাড়লেন চার্লস

‘সত্যিকারের গণহত্যা’, সুদানে তিন দিনে ১৫০০ জনের মৃত্যুতে নিন্দায় সরব বহু দেশ

প্রথম বিশ্বযুদ্ধের সময় মাকে চিঠি লিখে বোতলে ভাসিয়ে দিয়েছিলেন দুই সৈনিক, মিলল ১০৯ বছর পর

জিনপিংয়ের সঙ্গে দুর্দান্ত বৈঠক, চিনের ট্যরিফ ১০% কমালেন ট্রাম্প

আফগান সীমান্তের কাছে তালিবানদের সঙ্গে সংঘর্ষে নিহত ক্যাপ্টেনসহ ৬ পাকিস্তানি সেনা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ