নিজস্ব প্রতিনিধি: চলতি এশিয়ান গেমসে প্রত্যাশাকেও ছাপিয়ে যাচ্ছেন ভারতীয় ক্রীড়াবিদরা। দেশের সম্মানের জন্য জান-প্রাণ লড়িয়ে দিচ্ছেন। আর তাতেই ক্রমশই ভরছে ভারতের পদক ঝুলি। শুধু রবিবারই অ্যাথলেটিকস-সহ বিভিন্ন বিভাগে ১৫টি পদক জিতেছেন ভারতের ক্রীড়াবিদরা। তার মধ্যে তিনটি সোনা রয়েছে। একদিনে ১৫ পদক জিতে নয়া ইতিহাস লিখেছেন তেজিন্দারপাল সিংহ, অবিনাশ সাবল, লক্ষ্য সেন, টি পৃথ্বীরাজরা।
১৩ বছর আগে ২০১০ সালের এশিয়াডে একদিনে ১১টি পদক ঝুলিতে পুরেছিলেন ভারতের ক্রীড়াবিদরা। সেই রেকর্ড এদিন ভেঙে দিয়েছেন তেজিন্দারপাল সিংহ তুররা। শুধুমাত্র অ্যাথলেটরাই একদিনে ৯ পদক এনে দিয়েছেন। তার মধ্যে দুটি সোনা রয়েছে। সকালে দেশকে প্রথমবার গলফে রুপো এনে দিয়ে শুভ সূচনা করেছিলেন অদিতি অশোক। এর পরে দলগত ট্র্যাপ ইভেন্টে দেশকে সোনার পদক এনে দেয় পুরুষ শুটাররা। মেয়েদের দলগত ট্র্যাপ ইভেন্টেও এসেছে রুপো। ছেলেদের লং জাম্পে রুপো পেয়েছেন মুরলী শ্রীশংকর। মেয়েদের হেপ্টাথেলনে ব্রোঞ্জ জিতেছেন নন্দিনী আগাসারা। ১০০ মিটার হার্ডলসে রুপো পেয়েছেন জ্যোতি ইয়ারজি। ডিসকাস থ্রোয়ে ব্রোঞ্জ জিতেছেন সীমা পুনিয়া। মেয়েদের ১৫০০ মিটার দৌড়ে রুপো জিতেছেন হারমিলান বাইন্স। পুরুষদের ১৫০০ মিটার দৌড়ে রুপো এবং ব্রোঞ্জ পেয়েছেন অজয় কুমার সারোজ এবং জিনসন জনসন।
৩০০০ মিটার স্টিপেলচেজে দেশকে সোনা এনে দিয়েছেন অবিনাশ সাবলে। তার খানিক বাদেই শটপাটে সোনা জিতেছেন তেজিন্দারপাল সিংহ তুর। এ নিয়ে টানা দু’বার এশিয়ান গেমসে সোনা জিতলেন তুর। ব্যাডমিন্টনে চিনের কাছে ৩-২ গেমে হেরে রুপোর পদক নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে লক্ষ্য সেনদের।