এই মুহূর্তে




উদ্বোধনে থাকবে উত্তম-সুচিত্রার ‘সপ্তপদী’, ৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের নির্ঘণ্ট ঘোষণা

নিজস্ব প্রতিনিধি: শুরু হয়ে গেল ৩১তম কলকাতা আন্তর্জাতিক  চলচ্চিত্র উৎসবের দিন গোনা। সিনেপ্রেমীদের এক বছরের অপেক্ষা শেষ হবে।  একসপ্তাহ ধরে চলবে কলকাতা চলচ্চিত্র উৎসব। উত্তম-সুচিত্রার কালজয়ী সিনেমা ‘সপ্তপদী’ দেখানো হবে উদ্বোধনী ছবি হিসেবে। রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস  মঙ্গলবার নন্দনে সাংবাদিক সম্মেলনে ৩১তম আন্তর্জাতিক  চলচ্চিত্র উৎসবের নির্ঘণ্ট ঘোষণা করে দিলেন। জানালেন ৬ নভেম্বর থেকে শুরু হতে চলেছে এই অনুষ্ঠান।

প্রতি বছরের মতো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করবেন। অন্যান্য বছরের মতো ‘সিনে আড্ডা’র আয়োজন হবে এই বারেও। মুখ্যমন্ত্রী যার নাম দিয়েছেন ‘গানে গানে সিনেমা’। ডোনা গঙ্গোপাধ্যায়ের নৃত্য পরিবেশন দিয়েই শুরু হবে উদ্বোধনী অনুষ্ঠান। ৬ নভেম্বর বিকেল পাঁচটায় ধনধান্য স্টেডিয়ামে দেখানো হবে উদ্বোধনী সিনেমা হিসেবে দেখানো হবে ‘সপ্তপদী’। জানা গিয়েছে, ১,৮২৭টি সিনেমা এন্ট্রি নিলেও নির্বাচিত হয়েছে ৩৯টি দেশের বাছাই করা ২১৫টি সিনেমা। বাছাই করা এই তালিকায় স্বল্প দৈর্ঘ্যের ৩০টি সিনেমা ও পূর্ণ দৈর্ঘ্যের ছবির সংখ্যা ১৮৫টি সিনেমা থকবে। থকাবে একাধিক তথ্যচিত্রও। কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দেখানো হবে । কোঙ্কনি, বোরো, তুলু, সাঁওতালি-সহ নানা উপভাষার সিনেমা।

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ১৮টি ভারতীয় ভাষা এবং ৩০টি বিদেশি ভাষার ছবি দেখানো হবে। পরিচালক ঋত্বিক ঘটকের শতবর্ষ উদ্‌যাপন উপলক্ষে তাঁর নির্মিত ‘অযান্ত্রিক’, ‘মেঘে ঢাকা তারা’, ‘বাড়ি থেকে পালিয়ে’, ‘কোমল গান্ধার’, ‘তিতাস একটি নদীর নাম’ দেখানো হবে। ঋত্বিক ঘটক ছাড়াও গুরু দত্ত, সন্তোষ দত্ত, রাজ খোসলা, সলিল চৌধুরী, রিচার্ড বার্টনের শতবর্ষ। মঙ্গলবার নন্দনের বৈঠকে ইন্দ্রনীল সেন, হরনাথ চক্রবর্তী, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, জুন মালিয়া, কোয়েল মল্লিক-সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

SIR নিয়ে বিরোধীরা আতঙ্ক সৃষ্টি করছে জনগণের মধ্যে, মন্তব্য ফিরহাদের

হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ মেট্রোর সংখ্যা কমছে, প্রথম ট্রেনের সময়সূচিতেও পরিবর্তন

গুরুতর অসুস্থ ধর্মেন্দ্র, মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি, কী হয়েছে অভিনেতার?

SIR: ২৯৪টি বিধানসভা কেন্দ্রেই তৃণমূল কংগ্রেসের ওয়ার রুম খোলার নির্দেশ মমতার

‘আগামী ৬ মাস অ্যাসিড টেস্ট ‘, SIR নিয়ে কর্মী সমর্থকদের সতর্ক থাকার নির্দেশ অভিষেকের

কাপুরদের ‘ডাইনিং’ টেবিলে অনুপস্থিত আলিয়া, তবে কি রণবীরের সঙ্গে সম্পর্কে ভাঙন?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ