এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

পঞ্চায়েতের ৩টি স্তরেই বাড়ল আসন, চাপে বিরোধীরা

নিজস্ব প্রতিনিধি: আর কয়েক মাস বাদেই রাজ্যে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের(Panchayat Election) দিনক্ষণ ঘোষণা করে দেওয়া হবে। ২০১৮ সালের পরে ২০২৩ সালে আবারও বাংলার(Bengal) বুকে এই ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। ২০২৪ সালের লোকসভা নির্বাচনের প্রাক্কালে এই পঞ্চায়েত নির্বাচন রাজ্যের শাসক দল তৃণমূলের(TMC) কাছে যতটা গুরুত্বপূর্ণ ঠিক ততটাই গুরুত্বপূর্ণ বিরোধী শিবিরের কাছে। তৃণমূল চাইবে পঞ্চায়েতে তাঁদের জমি ধরে রাখতে। বিজেপি(BJP) চাইবে সেই জমি কেড়ে নিতে। বাম(Left) আর কংগ্রেসের(INC) লড়াই অবশ্য জমি দখলের নয়। রাজ্য বিধানসভা থেকে বিলুপ্ত হয়ে যাওয়া এই দুটি দল লড়াই করবে ছোট ছোট পকেটে নিজদের অস্তিত্ব টিকিয়ে রাখতে। এরই মধ্যে এবার সামনে চলে এল রাজ্যের ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে ঠিক কত আসবে ভোট হতে চলেছে সেই পরিসংখ্যান।

আরও পড়ুন সোমবারই ৪ দিনের সফরে দিল্লি যাচ্ছেন মমতা

পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ যবেই ঘোষিত হোক না কেন, তার আগে সেই ত্রিস্তর পঞ্চায়েতের আসন পুনর্বিন্যাস সংক্রান্ত চূড়ান্ত তালিকা প্রকাশ করে দিল রাজ্য নির্বাচন কমিশন। তাতে দেখা যাচ্ছে, ২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচনে রাজ্যের মোট ৩৩২টি ব্লকের ৩২০৫টি গ্রাম পঞ্চায়েতের ৬২ হাজার ৪০৪টি আসনে ভোট হবে। গতবার অর্থাৎ ২০১৮ সালে এই সংখ্যাটা ছিল ৩৩০টি ব্লকের ৩২০৭টি গ্রাম পঞ্চায়েতের ৪৮ হাজার ৬৫০টি আসন। অর্থাৎ এবারে ব্লকের সংখ্যা বেড়েছে, কিন্তু গ্রাম পঞ্চায়েতের সংখ্যা কমেছে। কিন্তু তারপরেও প্রায় ১৪ হাজার আসন বেড়েছে রাজ্যের ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থার নিম্নস্তর গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রে। এবারে রাজ্যে ২টি ব্লক বেড়েছে। জলপাইগুড়ি জেলার বানারহাট ও ক্রান্তি দুটি নতুন ব্লক হচ্ছে। আবার আলিপুরদুয়ার জেলায় ২টি গ্রাম পঞ্চায়েত কমছে কারণ সেই দুটি এলাকা ফালাকাটা পুরসভা এলাকার সঙ্গে জুড়ে গিয়েছে বলে। আলিপুরদুয়ার ছাড়া সবক’টি জেলার গ্রাম পঞ্চায়েতের সংখ্যা এবারেও অপরিবর্তিত থাকছে।

আরও পড়ুন জমি অধিগ্রহণের ক্ষতিপূরণ নিয়ে বড় রায় হাইকোর্টের, নির্দেশ রাজ্যকে

এখন প্রশ্ন হচ্ছে গ্রাম পঞ্চায়েতের সংখ্যা কমে গেলেও প্রায় ১৪ হাজার আসন একলপ্তে বাড়ল কীভাবে। এর উত্তরে রাজ্য নির্বাচন কমিশনের আধিকারিকদের দাবি, সাধারণত প্রতি ১০ বছর অন্তর আসন ও সীমানা পুনর্বিন্যাসের কাজ হয়। ভোটার সংখ্যার অনুপাতে গ্রাম পঞ্চায়েতগুলির আসন বা পার্টের সীমানা কমানো বা বাড়ানো হয়। ভোটার সংখ্যা বৃদ্ধি হওয়ায় প্রতিটি আসনেরই এলাকা কমেছে। স্বাভাবিকভাবে বেড়েছে আসন সংখ্যা। চূড়ান্ত তালিকা অনুযায়ী, সবচেয়ে বেশি গ্রাম পঞ্চায়েত আসনে ভোট হবে দক্ষিণ ২৪ পরগনায়। এই জেলায় মোট ৩১০টি গ্রাম পঞ্চায়েতে ৬৩৮৩টি আসন থাকছে। আগে ছিল ৪৮৮৩টি। এরপরেই রয়েছে মুর্শিদাবাদ এবং পূর্ব মেদিনীপুর। মুর্শিদাবাদে আসন সংখ্যা বেড়ে হয়েছে ৫৫৯৩। পূর্ব মেদিনীপুরের আসন সংখ্যা ৪২৯০।

আরও পড়ুন একই লোকের ছবি দিয়ে একাধিক ভোটার কার্ড, চিহ্নিত ৯ লক্ষ

পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ স্তরেও আসন সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ৩৩২টি ব্লকে পঞ্চায়েত সমিতি স্তরে আসন সংখ্যা ৯২১৭ থেকে বেড়ে হয়েছে ৯৪৯৮। জেলা পরিষদ স্তরে আসন সংখ্যা বৃদ্ধির হারও উল্লেখযোগ্য। গতবারের নিরিখে জেলা পরিষদ স্তরে এবার ১০৩টি আসন বাড়ছে। ৮২৫টির জায়গায় এবার ৯২৮টি জেলা পরিষদ আসনে ভোট হবে। তবে আসন পুনর্বিন্যাসের চূড়ান্ত তালিকা প্রকাশ হলেও ডিসেম্বর মাসজুড়ে চলবে সংরক্ষিত আসন নির্ধারণের কাজ। তবে এই আসন বাড়ার জেরে বেশ চাপে পড়ে গিয়েছে বাম, বিজেপি ও কংগ্রেস। কেননা এমনিতেই এই ৩টি দল রাজ্যের পঞ্চায়েত স্তরে সব আসনে প্রার্থী খুঁজে পায় না। তারওপর আসন বেড়ে যাওয়ায় প্রার্থী খোঁজার চাপটাও আরও বেড়ে গেল। এতে ভয় একটাই। ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে রাজ্যের গ্রামীণ এলাকায় বুথে বুথে বিরোধীদের শক্তি ও সমর্থন কতটা তা পরিষ্কার হয়ে যাবে ২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচনে। আর সেই ভোটেই যদি বিরোধী শিবিরের বেহাল ছবি সামনে উঠে আসে তাহলে কোন জোরে এরা লোকসভা ভোটে তৃণমূলকে টক্কর দেবে তা নিয়ে ওই সব দলের অন্দরেই প্রশ্ন উঠে যাবে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

সল্টলেকের বিভিন্ন প্রবেশ পথে শুরু কেন্দ্রীয় বাহিনীর নাকা তল্লাশি

ধামাখালিতে অস্থায়ী শিবির খুললেন সিবিআই এর আধিকারিকরা

লক্ষ্মী ভান্ডারকে পাথেয় করে নববারাকপুরে ঘরে ঘরে রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য্য

প্রতিহিংসা !পূর্ব মেদিনীপুরের দুই তৃণমূল নেতার বাড়িতে সিবিআই হানা

শেষ ইচ্ছেপূরণ, ভোট দিয়েই মৃত্যু হাওড়ার বৃদ্ধার

সিএএতে আবেদন করলে ভোটের পরে জেলে ভরে দেবে, দাবি মমতার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর