এই মুহূর্তে




ভিনরাজ্যে বাংলায় কথা বলায় নৃশংস খুন, গ্রামে ফিরল আদিবাসী যুবকের দেহ

নিজস্ব প্রতিনিধি: রুটি রুজির তাগিদে দশ মাস আগে উত্তরপ্রদেশে কাজের উদ্দেশ্যে গিয়েছিলেন বীরভূমের বোলপুর ব্লকের কসবা গ্রাম পঞ্চায়েতের দামোদরপুর গ্রামের প্রতীক হেমব্রম। দিন কয়েক আগে দিল্লিকানপুর রেললাইনের মাঝে রক্তাক্ত দেহ উদ্ধার হয় তাঁর। অভিযোগ, শুধুমাত্র বাংলায় কথা বলার জন্যই নৃশংসভাবে খুন করা হয়েছে বীরভূমের এই আদিবাসী যুবককে। এই ঘটনা প্রকাশ্যে আসার পর গ্রামে নেমেছে একইসঙ্গে ক্ষোভ এবং শোকের ছায়া। গ্রামের ছেলের এমন মৃত্যু মেনে নিতে পারছেন না কেউ।

ঘটনার পর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তৃণমূল কংগ্রেসের একটি প্রতিনিধি দল কানপুরে যায়। দলের তত্ত্বাবধানে প্রতীকের দেহ ফিরিয়ে আনা হয় নিজ গ্রামে। রাজ্যসভার সাংসদ ও পরিযায়ী শ্রমিক কল্যাণ বোর্ডের চেয়ারম্যান সামিরুল ইসলাম, জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ, নানুর বিধায়ক বিধানচন্দ্র মাঝি সহ তৃণমূল নেতৃত্ব উপস্থিত ছিলেন। তাঁরাই দেহ নিয়ে গ্রামে ফেরেন।

এদিকে গ্রামে দেহ এসে পৌঁছাতেই শোকের ছায়া নেমে আসে দামোদরপুরে। আত্মীয় বিচ্ছেদের অশ্রু তো ছিলই, একইসঙ্গে প্রকৃতিও বোধহয় কাঁদছিল খেটে খাওয়া এই মানুষটির জন্য। বৃষ্টি ও অশ্রুজলে ভিজে যায় গোটা এলাকা। ৩২ বছরের তরতাজা যুবকের অকাল মৃত্যুতে স্তব্ধ গ্রামবাসী। নিহতের প্রতি শ্রদ্ধা জানাতে ফুল-মালা নিয়ে আসেন অনেকেই। তৃণমূল নেতৃত্ব জানিয়েছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে দল ও রাজ্য সরকার নিহত প্রতীকের পরিবারের পাশে রয়েছে। তাঁদের যে কোনও প্রয়োজনে সবরকম সহায়তা করা হবে। বোলপুরের মকরমপুর শ্মশানে আদিবাসী রীতি মেনে নিহত প্রতীক হেমব্রমের শেষকৃত্য সম্পন্ন হয়।

বাংলা ভাষা বললেই হেনস্থার শিকার হচ্ছেন পরিযায়ী শ্রমিকেরা। বিগত কয়েক মাসে এই চিত্র অত্যন্ত পরিচিত হয়ে উঠেছে ভারতের বিভিন্ন রাজ্যে। বিশেষত বিজেপি শাসিত রাজ্যগুলিতে বঙ্গভাষীদের অবস্থা খুব খারাপ। দিনে দিনে বেড়ে চলেছে অত্যাচার। বাংলার বাইরে থেকে জীবিকা নির্বাহই এখন হয়ে উঠেছে সমস্যাজনক। এমন পরিস্থিতিতে পরিযায়ী শ্রমিকদের নিজ ঘরে ফিরে আসার ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন তাঁদের সবরকম সাহায্য করা হবে। আগে প্রাণটা তো বাঁচুক। এর জন্যই রাজ্য সরকার চালু করছে শ্রমশ্রীপ্রকল্প। হয়তো প্রতীকও ফিরে আসতেন রাজ্যে। কিন্তু তা আর হল না।  

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

গুণধর সিভিক : ধার নিয়ে চাইলে টাকা, দলবল নিয়ে মারধর করে পাওনাদারকে

SIR নিয়ে বিরোধীরা আতঙ্ক সৃষ্টি করছে জনগণের মধ্যে, মন্তব্য ফিরহাদের

বন দফতরের জমি দখল করে রিসর্ট তৈরির অভিযোগ, চাঞ্চল্য জিতুশোলে

হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ মেট্রোর সংখ্যা কমছে, প্রথম ট্রেনের সময়সূচিতেও পরিবর্তন

SIR: ২৯৪টি বিধানসভা কেন্দ্রেই তৃণমূল কংগ্রেসের ওয়ার রুম খোলার নির্দেশ মমতার

নিজের জন্য রাখা কেক খেয়ে ফেললেন স্বামী, রাগে ২৫ বছরের দাম্পত্য চুকিয়ে দিলেন মহিলা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ