এই মুহূর্তে




ডেথ সার্টিফিকেটে মৃত, ১৮ বছর পর বাড়ি ফিরলেন কাঁথির প্রৌঢ়

নিজস্ব প্রতিনিধি,কাঁথি: দীর্ঘ প্রায় ১৮ বছর নিখোঁজ থাকার পর হঠাৎ বাড়ি ফিরলেন। তবে হ্যাঁ, নিখোঁজ অবস্থায় যুবক থাকলেও এখন তিনি ৫০ বছর বয়সী ব্যক্তি। পূর্ব মেদিনীপুরের কাঁথির(Kathi) এক নম্বর ওয়ার্ডের ছোট দারুয়ার বাসিন্দা ইসমাইল আলি খান(Ismail Ali Khan)। বাড়ি ফিরতেই খুশির জোয়ার পরিবার থেকে আত্মীয়-স্বজন গ্রামবাসীদের মধ্যে।নিয়ম অনুযায়ী নিখোঁজ হওয়ার ১০ বছর পূর্ণ হতেই তার মৃত্যু হয়েছে ধরে নিয়ে সরকারি ডেথ-সার্টিফিকেট(Death Certificate) পেয়েছিল পরিবারের লোক।সেরে ফেলা হয়েছিল পরলৌকিক আচার অনুষ্ঠান।তার সমস্ত সম্পত্তি ভাগ বাটোয়ারা করা হয়ে গেছিল পরিবারের অন্য সদস্যদের মধ্যে।

এরপর হঠাৎই বৃহস্পতিবার রাতে বাড়িতে হাজির হন ইসমাইল আলী খান। বাড়িতে ফিরেই সকলকে পেয়ে আনন্দে আত্মহারা হয়ে পড়েন। তাকে দেখতে হাজার হাজার মানুষ ভিড় জমান। ইসমাইলকে নিয়ে হাজির হয়েছেন মুম্বাইয়ের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা। জানা গেল ২০০৭ সালে কর্মসূত্রে ভিন রাজ্যে গিয়েছিলেন ইসমাইল (ওরফে খোকন)। তারপর থেকে তিনি নিখোঁজ হয়ে যান। পরিবারের লোকজন বহু খোঁজাখুঁজি করেছেন। কোথাও পাওয়া যায়নি। এমনি করে ১৮ বছর কেটে গেছে। মুম্বাইয়ের একটি সরকারি হাসপাতালে মানসিক ভারসাম্যহীন হয়ে ঘুরছিলেন এই যুবক। সেখান থেকে উদ্ধার করে মুম্বাইয়ের স্বেচ্ছাসেবী সংগঠন ‘শ্রদ্ধা’। ‘শ্রদ্ধা ‘হসপিটালে দীর্ঘ কয়েক বছর ধরে তার চিকিৎসা চালায়। এরপর তিনি বাড়ি ফেরার জন্য আকুল হয়ে পড়েন।

তার কাছ থেকে সমস্ত ঠিকানা নিয়ে পুলিশের সাথে যোগাযোগ করে বৃহস্পতিবার স্বেচ্ছাসেবী সংগঠন শ্রদ্ধা তাদের প্রতিনিধি মারফত বাড়িতে ফেরালো। ওসমান এখন সম্পূর্ণ সুস্থ। কিন্তু তাকে চিকিৎসার মধ্যে থাকতে হবে বলে জানান স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা। প্রতিনিধিদের এক বাঙালি সদস্য সমর বসাক জানান, চিকিৎসার মধ্যে থাকলে কোন সমস্যা হবে না তার। বাড়িতে ছেড়ে তার বেশ কিছু ওষুধপত্র দিয়ে গেলেন মুম্বাইয়ের শ্রদ্ধা সংস্থার প্রতিনিধিরা। শুধু তাই নয়, আগামী দুবছর সমস্ত তার ওষুধ পত্র চিকিৎসার ব্যবস্থা করবে মুম্বাইয়ের এই সংস্থা। বাড়ির ছেলেকে ফিরে পেয়ে মুম্বাইয়ের মহৎ শ্রদ্ধা সংস্থাকে ধন্যবাদ জানান পরিবারের লোকজন থেকে গ্রামবাসীরা।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

গুণধর সিভিক : ধার নিয়ে চাইলে টাকা, দলবল নিয়ে মারধর করে পাওনাদারকে

SIR নিয়ে বিরোধীরা আতঙ্ক সৃষ্টি করছে জনগণের মধ্যে, মন্তব্য ফিরহাদের

বন দফতরের জমি দখল করে রিসর্ট তৈরির অভিযোগ, চাঞ্চল্য জিতুশোলে

হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ মেট্রোর সংখ্যা কমছে, প্রথম ট্রেনের সময়সূচিতেও পরিবর্তন

SIR: ২৯৪টি বিধানসভা কেন্দ্রেই তৃণমূল কংগ্রেসের ওয়ার রুম খোলার নির্দেশ মমতার

নিজের জন্য রাখা কেক খেয়ে ফেললেন স্বামী, রাগে ২৫ বছরের দাম্পত্য চুকিয়ে দিলেন মহিলা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ