এই মুহূর্তে




পুরনিয়োগ দুর্নীতির তদন্তে নেমে তারাতলার ব্যবসায়ীর বাড়িতে হানা ইডির, উদ্ধার টাকার পাহাড়

নিজস্ব প্রতিনিধিঃ পুরনিয়োগ দুর্নীতির তদন্তে নেমে আবারও শহরে হানা দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। বুধবার (২৯ অক্টোবর) সকালে দক্ষিণ কলকাতার তারাতলার এক ব্যবসায়ীর বাড়ি থেকে উদ্ধার করল বিপুল অঙ্কের টাকা এবং কয়েক লাখের সোনার গহনা। জানা গিয়েছে, ওই ব্যবসায়ীর বাড়িতে তদন্ত চালিয়ে এখনও পর্যন্ত এক কোটিরও বেশি টাকা উদ্ধার করেছে তদন্তকারী দল। এখনও তদন্ত চলছে। পাশাপাশি বাগুইহাটির আরও এক ব্যবসায়ীর বাড়িতেও তল্লাশি চলছে। জানা গিয়েছে, বুধবার সকালে পুরনিয়োগ মামলার তদন্তে নেমে প্রথমে তারাতলার ওই ব্যবসায়ীর বাড়িতে হানা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকেরা।

এরপর তল্লাশি চালিয়ে এখনও পর্যন্ত ব্যবসায়ীর বাড়ি থেকে প্রায় ৩ কোটি টাকা উদ্ধার করেছে ইডির আধিকারিকেরা। আরও টাকা উদ্ধারের চেষ্টা চলছে। এবং টাকা গোনার পর্ব চলছে। কীভাবে এতগুলো টাকা ওই ব্যবসায়ীর বাড়িতে উঠে এলো, ওই টাকার সঙ্গে পুরনিয়োগ দুর্নীতির কোনও যোগ রয়েছে কিনা, এখন সেটাই খতিয়ে দেখছে তদন্তকারী অফিসারেরা। পাশাপাশি বাগুইহাটির আরও এক ব্যবসায়ীর বাড়ি তে তদন্তে গিয়েছেন ইডি কর্মকর্তারা। সেখানেও তদন্ত চালাচ্ছেন তারা। জানা গিয়েছে তারাতলার ওই ব্যবসায়ীর বাড়ি থেকে প্রায় ৮ কেজি সোনার গহনা পেয়েছেন তদন্তকারী দল। এছাড়াও লেকটাউনে ব্যবসায়ী বিবেক ঢনঢনিয়ার বাড়িতেও হানা দিয়েছে ইডির আধিকারিকরা। পুরনিয়োগ দুর্নীতির তদন্তে নেমে তাঁর ফ্ল্যাট থেকে কোটি কোটি টাকা উদ্ধার করেছে কর্মকর্তারা। পাশাপাশি ৭ থেকে ৮ কেজি সোনা বাজেয়াপ্ত করেছে ইডি। ব্যাবসায়ির বিপুল টাকা এবং বিলাসবহুল গাড়ির হিসেব খতিয়ে দেখছে ইডি আধিকারিকেরা।

প্রসঙ্গত, গতকাল মঙ্গল বারও (২৮ অক্টোবর) বেলেঘাটা-সহ কলকাতার বেশ কয়েকটি জায়গায় হানা দিয়েছিল ইডি। যার মধ্যে রয়েছে, বেলেঘাটার হেমচন্দ্র নস্কর রোডের একজন ব্যবসায়ীর বাড়ি। বাড়িটির নাম লক্ষ্মীরামলয়। মঙ্গলবার সকালে ইডি আধিকারিকেরা কেন্দ্রীয় বাহিনীদের নিয়ে ওই বাড়িতে পৌঁছে গিয়েছিল। জানা গিয়েছে, সম্প্রতি পুরনিয়োগ দুর্নীতি মামলার সঙ্গে যুক্ত বেশ কয়েকটি কোম্পানির হদিস পাওয়ার পর ইডি ব্যবসায়ীর বাড়িতে তদন্তে গিয়েছিল ৬ ইডি আধিকারিক। ওই ব্যবসায়ীর একটি বস্ত্র ও নির্মাণ ব্যবসার কারবারি রয়েছে। তার বিরুদ্ধে দুর্নীতির টাকা লেনদেনের হদিশ পেয়েই তাঁর বাড়িতে অভিযান চালায় ইডি। এছাড়া দিনকয়েক আগে এই পুরনিয়োগ মামলার সূত্র ধরেই দমকলমন্ত্রী সুজিত বসুর বাড়ি- অফিস, তাঁর ছেলের রেস্তরাঁয় হানা দিয়েছিল ইডির আধিকারিকেরা। পাশাপাশি দক্ষিণ দমদম পুরসভার এক আধিকারিককেও তলব করেছিল কেন্দ্রীয় ইডি।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

গুণধর সিভিক : ধার নিয়ে চাইলে টাকা, দলবল নিয়ে মারধর করে পাওনাদারকে

SIR নিয়ে বিরোধীরা আতঙ্ক সৃষ্টি করছে জনগণের মধ্যে, মন্তব্য ফিরহাদের

বন দফতরের জমি দখল করে রিসর্ট তৈরির অভিযোগ, চাঞ্চল্য জিতুশোলে

হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ মেট্রোর সংখ্যা কমছে, প্রথম ট্রেনের সময়সূচিতেও পরিবর্তন

SIR: ২৯৪টি বিধানসভা কেন্দ্রেই তৃণমূল কংগ্রেসের ওয়ার রুম খোলার নির্দেশ মমতার

ডেঙ্গু দমনে জোর তৎপর রাজ্য, ৭৫০ কোটি খরচ স্বাস্থ্য দফতরের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ