এই মুহূর্তে




বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিককে হাবড়া হাসপাতালের একাধিক পরিষেবা নিয়ে ক্ষোভ প্রকাশ রোগীর আত্মীয়দের

নিজস্ব প্রতিনিধি, হাবড়া: উত্তর ২৪ পরগনা জেলার হাবড়া হাসপাতালে রোগীর আত্মীয়দের বসার জায়গায় , ফ্যান নেই, বাথরুম বিকেলের পর থেকে বন্ধ থাকে ।যার ফলে সমস্যায় পড়তে হয় রোগীর আত্মীয়দের। এছাড়া আরো একাধিক অভিযোগ নিয়ে বিধায়ককে কাছে পেয়ে ক্ষোভ উগরে দেন রোগীর আত্মীয়রা। হাবড়া হাসপাতালে(Habra Hospital) পরিদর্শনে যান হাবড়ার বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক। হাবড়া হাসপাতালে সুপারের সাথে বৈঠক করে বেরিয়ে আসার সময় রোগীর আত্মীয়রা বিধায়ককে দেখে তাদের ক্ষোভ উগরে দেন।রোগীর আত্মীয়দের সাথে কথা বলেন বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক এবং তিনি সমস্যার সমাধানের প্রতিশ্রুতি দেন।

সেই মতো হাবড়া পৌরসভার(Habra Municipality) চেয়ারম্যান এবং হাবড়া হাসপাতাল সুপার, এবং হাবরা থানার ভারপ্রাপ্ত আইসি কে নির্দেশ দেন রাতের ভেতর বসার জায়গায় পাখা লাগাতে হবে এবং বাথরুম কোনভাবে বন্ধ করা যাবে না ।রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি গরিব মানুষের জন্য কাজ করছেন, তারা যাতে কোন সমস্যায় না পড়ে সেদিকে নজর রাখতে হবে। মাঝেমধ্যেই তিনি হাসপাতাল পরিদর্শনে আসবেন এমনটাই জানান সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের। সাধারণ মানুষের কাছ থেকে বিশেষত রোগীদের আত্মীয়দের কাছ থেকে হাসপাতালের বিরুদ্ধে পরিষেবা সংক্রান্ত একাধিক অভিযোগ পেয়ে রীতিমতো ক্ষুব্ধ হাবড়ার বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক(MLA Jatipriyo Mallick)।

পরের বার তিনি হাসপাতাল পরিদর্শনে এসে যে অভিযোগগুলো পেয়েছেন সেগুলি যাতে পুনরায় শুনতে না হয় তা নিয়ে এদিন সতর্ক করেন হাসপাতালের সুপারকে। এর আগে স্বাস্থ্য সচিব হাবড়া হাসপাতাল পরিদর্শন করেছিলেন। ওই হাসপাতালে নতুন বিল্ডিং তৈরি হচ্ছে। অতিরিক্ত বেডের ব্যবস্থা করা হয়েছে। হাবড়া হাসপাতালকে আধুনিকভাবে সাজানো হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবং আর্থিক সহযোগিতায় জোর কদমে উন্নয়নের কাজ হচ্ছে হাসপাতালের ভেতরে। সেখানে হাসপাতাল কর্তৃপক্ষের উদাসীনতায় রোগীর আত্মীয়দের এই ধরনের হেনস্থা হওয়ার ঘটনায় তাই ক্ষুব্ধ তৃণমূল বিধায়ক।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

গুণধর সিভিক : ধার নিয়ে চাইলে টাকা, দলবল নিয়ে মারধর করে পাওনাদারকে

SIR নিয়ে বিরোধীরা আতঙ্ক সৃষ্টি করছে জনগণের মধ্যে, মন্তব্য ফিরহাদের

বন দফতরের জমি দখল করে রিসর্ট তৈরির অভিযোগ, চাঞ্চল্য জিতুশোলে

হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ মেট্রোর সংখ্যা কমছে, প্রথম ট্রেনের সময়সূচিতেও পরিবর্তন

SIR: ২৯৪টি বিধানসভা কেন্দ্রেই তৃণমূল কংগ্রেসের ওয়ার রুম খোলার নির্দেশ মমতার

ডেঙ্গু দমনে জোর তৎপর রাজ্য, ৭৫০ কোটি খরচ স্বাস্থ্য দফতরের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ