এই মুহূর্তে




প্রকাশিত হল উচ্চ মাধ্যমিকের থার্ড সেমিস্টারের ফল, পরীক্ষার্থীর সংখ্যায় এগিয়ে মেয়েরা, পাশের হারে টেক্কা ছেলেদের

নিজস্ব প্রতিনিধি: প্রকাশিত হল ২০২৫ সালের উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফলাফল। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বুধবার এক সাংবাদিক সম্মেলন করে ফলাফল ঘোষণা করেন। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ জানিয়েছে পরীক্ষায় বসার কথা ছিল ৬৬,০২৬০ জনের। তার মধ্যে ৬৪,,৮৩২ জন পরীক্ষা দিয়েছে। সম্পূর্ণ পরীক্ষা হয়েছে mcq প্রশ্নের মাধ্যমে। পরীক্ষার ৩৯ দিনের মাথায় প্রকাশিত হল ফলাফল।

শিক্ষা সংসদ জানিয়েছে এই বছর ছাত্রদের তুলনায় ছাত্রীদের সংখ্যায় বেশি ছিল। বিজ্ঞান বিভাগের পরীক্ষা দিয়েছেন ১,১১,৬২৭ জন। বাণিজ্য বিভাগে ৩৭,৮০০ জন এবং কলা বিভাগে ৪,৯৬,৪০৫ জন পরীক্ষা দিয়েছে। তৃতীয় সেমিস্টারে মোট পাশের হার ৯৩.৭২ শতাংশ। ছাত্রদের পাশের হার ৯৩.৮১ শতাংশ। ছাত্রীদের ৯৩.৬৫ শতাংশ পাস করেছে।

বিজ্ঞান বিভাগে সব থেকে বেশি পাশ করেছে। এক্ষেত্রে পাশের হার ৯৮.৮০ শতাংশ। বাণিজ্য বিভাগের ৯৪.১৯ শতাংশ এবং কলা বিভাগে ৯২.৫৪ শতাংশ ছাত্রছাত্রী পাশ করেছে। ৬০ শতাংশর বেশি নম্বর পেয়েছে ৪১.১৬ শতাংশ পড়ুয়া। ৭০ শতাংশর বেশি নম্বর পেয়েছে ১০.১৪ শতাংশ পড়ুয়া। ৯০% এর বেশি নম্বর এসেছে ০.৪৮ শতাংশের।  প্রথম ১০ জনের মধ্যে রয়েছেন রয়েছে ৬৯ জন। এর মধ্যে তিনজন ছাত্রী। বাকিরা সকলেই ছাত্র।

অনলাইনে রোল এবং রেজিস্ট্রেশন নম্বর দিলেই জানা যাবে ফল। প্রতিবছর ফেব্রুয়ারি মাসে হয় মাধ্যমিক, মার্চে হয় উচ্চমাধ্যমিক। এবার সেই নিয়মে এসেছে বদল। এবার বছরে ২বার পরীক্ষা দেবে পরীক্ষার্থীরা। পুজোর আগে সেপ্টেম্বরে একটি সেমেস্টার দিয়েছে তাঁরা। এবার আরও একটি পরীক্ষা রয়েছে। তারই ফল প্রকাশিত হল।

৮ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছিল পরীক্ষা। ২২ সেপ্টেম্বর শেষ হয়েছিল। পরীক্ষার সময় দেওয়া হয়েছিল ১ ঘণ্টা ১৫ মিনিট। জাতীয় শিক্ষানীতি এবং রাজ্য শিক্ষানীতি মেনে হয়েছে এই পরীক্ষা। এই প্রথমবার স্কুল স্তরের কোনও পরীক্ষায় পরীক্ষার্থীরা  ওএমআর শিটে পরীক্ষা দিয়েছে। প্রচলিত পদ্ধতিকে ভেঙে নতুন নিয়মে হয়েছে পরীক্ষা। গোটা রাজ্যে মোট ১২২-টি পরীক্ষাকেন্দ্রকে স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করা হয়েছিল। প্রতি বছরের মতো এবছরও বাংলা, ইংরেজি, হিন্দি ও অলচিকি ভাষায় প্রশ্নপত্র তৈরি হয়েছে।

মার্চে হবে ফের উচ্চমাধ্যমিকের পরবর্তী সেমিস্টারের পরীক্ষা। দুটি পরীক্ষার প্রাপ্ত নম্বরের যোগফলেই উচ্চমাধ্যমিকের ফাইনাল রেজাল্ট পাওয়া যাবে। শিক্ষা সংসদের পক্ষ থেকে এবার কড়া ব্যবস্থা নেওয়া হয়েছিল। যেকোনও রকম অপ্রীতিকর পরিস্থিতি ঠেকাতে কড়া পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়েছিল। প্রতিটি পরীক্ষাকেন্দ্রের প্রবেশপথে এবং ভেন্যু সুপারভাইজরের ঘরে সিসিটিভির ব্যবস্থা ছিল।

রেজাল্ট দেখতে নজর রাখুন- https://result.wb.gov.in/এ।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

গুণধর সিভিক : ধার নিয়ে চাইলে টাকা, দলবল নিয়ে মারধর করে পাওনাদারকে

SIR নিয়ে বিরোধীরা আতঙ্ক সৃষ্টি করছে জনগণের মধ্যে, মন্তব্য ফিরহাদের

বন দফতরের জমি দখল করে রিসর্ট তৈরির অভিযোগ, চাঞ্চল্য জিতুশোলে

হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ মেট্রোর সংখ্যা কমছে, প্রথম ট্রেনের সময়সূচিতেও পরিবর্তন

SIR: ২৯৪টি বিধানসভা কেন্দ্রেই তৃণমূল কংগ্রেসের ওয়ার রুম খোলার নির্দেশ মমতার

ডেঙ্গু দমনে জোর তৎপর রাজ্য, ৭৫০ কোটি খরচ স্বাস্থ্য দফতরের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ