এই মুহূর্তে




১৮ বার ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের দায়ে ফাঁসির সাজা ঘোষণা

নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: প্রেমে বাধা। এরপর প্রেমিকার অন্যত্র বিয়ে। প্রতিবাদে দাদাকে প্রকাশ্য দিবালোকে কুপিয়ে খুন।মৃত্যু নিশ্চিত করতে একের পর এক ১৮ বার ধারালো অস্ত্রের আঘাত। হার্ট, লিভার, কিডনি ছিন্নভিন্ন করে দেয় অভিযুক্ত। নৃশংস হত্যাকাণ্ডকে বিরল থেকে বিরলতম আখ্যা দিয়ে অভিযুক্ত ভাইকে ফাঁসির সাজা দিল আদালত। আদালত সুত্রে জানা গেছে, জলপাইগুড়ি(Jalpaiguri ) জেলার রাজগঞ্জ ব্লকের ভক্তিনগড় থানার শান্তিনগর এলাকার বাসিন্দা শংকর দাস(Sankar Das) ও সুরেশ রায়(Suresh Roy)। এরা সম্পর্কে মামাতো পিসতুতো ভাই। অভিযোগ সুরেশ তার মামাতো দাদা শংকর দাস – এর বাড়ির কাছে থাকা একটি মেয়েকে উত্যক্ত করতো। বিষয়টি নিয়ে মেয়েটির পরিবার শংকরকে অভিযোগ করলে সে সুরেশকে বকা দেয়।

এরপর থেকে সে আর ওই মেয়েকে উত্যক্ত করতো না। এরপর মেয়েটির বিয়ে হয়ে যায়। সেই খবর পাওয়ার পর ২০২১ সালের মার্চ মাসে সকালবেলা দাদা শংকর – এর ওপর চড়াও হয় ভাই সুরেশ। শুরু হয় বচসা, এরপর প্রকাশ্য দিবালোকে দাদাকে কুপিয়ে খুন করে। মৃত্যু নিশ্চিত করতে ১৮ বার ওই দেহের উপর আঘাত করে দেহ ছিন্নভিন্ন করে দেয়। শনিবার সাজা ঘোষনার সময় আদালত চত্বরে উপস্থিত ছিলেন মৃতের আত্মীয় ও শান্তিনগর নাগরিক কমিটির সদস্যরা। রায়ে সন্তোষ প্রকাশ করেন তারা।

ঘটনায় সরকার পক্ষের আইনজীবী শুভঙ্কর চন্দ্র বলেন, এই মামলায় মোট ১২ জন সাক্ষী দেয়। উভয় পক্ষর সাক্ষ্য শোনার পর এডিশনাল থার্ড কোর্টের বিচারক বিপ্লব রায় শনিবার এই ঘটনাকে বিরল থেকে বিরলতম আখ্যা দিয়ে অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে ফাঁসির সাজা ঘোষণা করেন। তবে ফাঁসির সাজা শোনার পর সুরেশের মধ্যে কোনরকম পরিবর্তন দেখা যায়নি। এদিন মাথা নিচু করে ফাঁসির সাজা শুনে পুলিশের সাথে জেলে ফিরে গিয়েছে সুরেশ।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

গুণধর সিভিক : ধার নিয়ে চাইলে টাকা, দলবল নিয়ে মারধর করে পাওনাদারকে

SIR নিয়ে বিরোধীরা আতঙ্ক সৃষ্টি করছে জনগণের মধ্যে, মন্তব্য ফিরহাদের

বন দফতরের জমি দখল করে রিসর্ট তৈরির অভিযোগ, চাঞ্চল্য জিতুশোলে

হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ মেট্রোর সংখ্যা কমছে, প্রথম ট্রেনের সময়সূচিতেও পরিবর্তন

SIR: ২৯৪টি বিধানসভা কেন্দ্রেই তৃণমূল কংগ্রেসের ওয়ার রুম খোলার নির্দেশ মমতার

ডেঙ্গু দমনে জোর তৎপর রাজ্য, ৭৫০ কোটি খরচ স্বাস্থ্য দফতরের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ