এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

সোম সকালে নিশীথ গড়ে সভা মমতার, উজ্জীবিত তৃণমূল

নিজস্ব প্রতিনিধি: পঞ্চায়েত ভোটে(Panchayat Election) তৃণমূলের(TMC) হয়ে প্রচারে নামছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। তাঁর সেই প্রচারসূচী শুরুই হচ্ছে উত্তরবঙ্গের(North Bengal) বুক থেকে। সেই উত্তরবঙ্গ যাকে বার বার বাংলা থেকে বিচ্ছিন্ন করে পৃথক রাজ্য গড়ার ডাক দেয় বিজেপি(BJP)। সব কিছু ঠিক থাকলে রবি বিকালেই উত্তরবঙ্গে পৌঁছে যাবেন মমতা। তারপর সোম সকালে সভা করবেন কোচবিহারের(Coachbehar) মাটিতে যা কিনা রাজ্য রাজনীতিতে এখন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তথা জেলার বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিকের(Nishith Pramanik) গড় হিসাবেই চিহ্নিত। সোমবার বেলা ১১টা নাগাদ কোচবিহার দক্ষিণ বিধানসভার চান্দামারিতে প্রাণনাথ হাইস্কুলের মাঠে সেই সভা হবে। কোচবিহারের সভা সেরে পাশের জেলা আলিপুরদুয়ারে যেতে পারেন তৃণমূল নেত্রী। মঙ্গলবার তাঁর কলকাতায় ফিরে আসার কথা। কোচবিহারে সভার আগে রবিবার রাতে এবং সোমবার আলিপুরদুয়ারে সভার পরে রাতে দলের নেতাদের নিয়ে ২টি আলাদা আলাদা বৈঠকও করতে পারেন তিনি।

আরও পড়ুন ‘History Should Be Change From Bihar’, পটনায় দাবি মমতার

উনিশের লোকসভা ভোটের নিরিখে দেখা যাচ্ছে কোচবিহার জেলার ১২টি ব্লকে ছড়িয়ে থাকা ৩৪টি জেলা পরিষদের আসনের মধ্যে ৩০টিতেই এগিয়ে আছে বিজেপি। আবার একুশের ভোটের পরিসংখ্যান ধরলে ২৬টি আসনে এগিয়ে রয়েছে তাঁরা। এই অবস্থায় বিজেপি প্রাণপণ চেষ্টা করছে জেলা পরিষদ দখল করার। জেলায় এবার বিজেপি ১২৮টি গ্রাম পঞ্চায়েতের ২৫০৭টি আসনের মধ্যে ২১০৯টি আসনে প্রার্থী দিয়েছে। জেলার ১২টি পঞ্চায়েত সমিতির ৩৮৩টি আসনের মধ্যে তাঁরা প্রার্থী দিয়েছে ৩৪৭টি আসনে। আবার জেলা পরিষদের ৩৪টি আসনের মধ্যে ৩৩টিতেই থাকছে তাঁদের প্রার্থী। অন্যদিকে তৃণমূল জেলার পঞ্চায়েত স্তরে ২৫০৫টি আসনে প্রার্থী দিয়েছে। পঞ্চায়েত সমিতি স্তরে তাঁদের থাকছে ৩৮৩জন প্রার্থী এবং জেলা পরিষদ স্তরে থাকছে ৩৪জন প্রার্থী। লড়াইয়ে থাকছেন বাম ও কংগ্রেসের প্রার্থীরাও।

আরও পড়ুন মমতার শহরে চালু হচ্ছে মহিলা চালকদের E-Car App Cab

২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচনে জেলায় তৃণমূল ঝড় বয়ে গিয়েছিল। জেলা পরিষদ তো বটেই, জেলার সব পঞ্চায়েত সমিতিও গিয়েছিল তৃণমূলের দখলে। গ্রাম পঞ্চায়েত স্তরেও ছিল তৃণমূলের দাপট। মাত্র ৬টি গ্রাম পঞ্চায়েতে বোর্ড গড়তে পেরেছিল বিরোধিরা। কিন্তু সেই ছবিটাই আমূল বদলে যায় ২০১৯ সালের লোকসভা নির্বাচনে। জেলায় ক্লিন স্যুইপে জেতে বিজেপি। একুশের ভোটেও কার্যত একই ছবি বজায় থাকে। জেলার ৯টি বিধানসভা কেন্দ্রের মধ্যে ৭টিতেই জয়ের মুখ দেখে বিজেপি। তৃণমূল পায় মাত্র ২টি আসন। সেই জায়গায় দাঁড়িয়েই এবার পঞ্চায়েত ভোটে লড়াই করতে নামছে তৃণমূল। দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কোচবিহারের মাটিতে দাঁড়িয়ে আমজনতাকে কী বার্তা দেন সেইদিকে যেমন সকলে তাকিয়ে থাকবেন তেমনি দলকে পঞ্চায়েত ভোটে তিনি কতখানি অ্যাডভান্টেজ এনে দিতে পারেন সেই দিকেও সবাই তাকিয়ে থাকবে।

আরও পড়ুন মুখ্যমন্ত্রীর নির্দেশে নতুন ১২টি রুটে চলবে সরকারি বাস

কোচবিহার ভারেতের একমাত্র জেলা যেখানে তপশিলী সম্প্রদায়ের মানুষেরা সংখ্যাগরিষ্ঠ। এই তপশিলী সম্প্রদায়ের বড় অংশই রাজবংশী। নিশীথ নিজেও সেই সম্প্রদায়ের। বিগত কয়েক বছর ধরেই সেই রাজবংশী ভোটের দখল নিয়ে বিজেপি আর তৃণমূলে দড়ি টানাটানি চলছে। তবে অস্বীকার করার উপায় নেই জেলার রাজবংশী সম্প্রদায়ের প্রায় ৮০ শতাংশ ভোটই এখন বিজেপির দখলে। কিন্তু সেই রাজবংশী সম্প্রদায়ের মানুষের ওপরে বিএসএফের অত্যাচার ও গুলি করে একের পর এক রাজবংশী সম্প্রদায়ের মানুষকে খুন করার বিষয়টিতে বেশ চাপে আছে বিজেপি। রাজবংশীদের ওপর এই অত্যাচারই এখন তৃণমূলের কাছে তুরুপের তাস হয়ে উঠেছে। তাছাড়া বিজেপিকে উনিশ ও একুশে ভোট দিয়ে জেলার মানুষ কী পেয়েছেন তা নিয়েও জেলায় প্রশ্নের মুখে পড়েছে গেরুয়া শিবির। একুশের ভোটের পরে হয়ে যাওয়া পুরনির্বাচনে জেলার সব পুরসভাতেই জয়ের মুখ দেখে তৃণমূল। এমনকি নিশীথের বুথে এজেন্টও বসাতে পারেনি বিজেপি। এই অবস্থায় তৃণমূলের আশা তাঁরা কড়া লড়াইয়ের মধ্যে পড়লেও শেষ হাসি তাঁরাই হাসবেন।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

‘সিপিএম কিনলে কংগ্রেস ফ্রি, কংগ্রেস কিনলে সিপিএম ফ্রি’, দাবি মমতার

‘মানুষ কাঁদছে, বিজেপি হারছে, বুক দুরুদুরু করছে’, দাবি মমতার

‘অধীর চৌধুরীকে তৃণমূল বুঝিয়ে দেবে, বহরমপুর কার গড়’, দাবি নাড়ুগোপালের

সুপ্রিম কোর্টের দ্বারস্থ দেবাশিস ধর, মামলা শুনতে সম্মত শীর্ষ আদালত

Per Day Income ৩-৪ কোটি, শাহজাহান কাণ্ডে দাবি CBI’র

পুরুলিয়ায় তৃণমূলের জেলা পরিষদ সদস্যের অস্বাভাবিক মৃত্যুতে গ্রেফতার ৩

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর