এই মুহূর্তে




চন্দননগরে দমকা হাওয়ায় ভেঙে পড়ল সবচেয়ে বড় জগদ্ধাত্রী পুজোর মণ্ডপ, চাপা পড়ে আহত ৮

নিজস্ব প্রতিনিধি, চন্দননগর: ‘মান্থা’ ঘূর্ণিঝড়ের ল্যান্ডফল হওয়ার আগে চন্দননগরে ঘটল অঘটন। মানকুন্ডুর সর্বোচ্চ উঁচু জগদ্ধাত্রী প্রতিমা এবং মণ্ডপ মঙ্গলবার বিকেলে ঝড়ো হাওয়া দিলে হুড় মুড়িয়ে ভেঙে পড়ে। তার তলায় প্রায় আট জন চাপা পড়েন। চারদিকে আর্তনাদ শুরু হয়। সপ্তমী তিথিতে এই প্রাকৃতিক দুর্যোগে হক শুকিয়ে যায় মানকুন্ডুর(Mankundu) জগদ্ধাত্রী পুজোর উদ্যোক্তারা। ওই মণ্ডপটি উচ্চতায় ৭০ফুট তৈরি করা হয়েছিল। ভেঙে পড়া মন্ডপটি পুনরায় তৈরি করে দেবে রাজ্য সরকার। পুজো কমিটির দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিল নবান্ন।

সপ্তমীর বিকেলে আচমকা এক প্রবল ঝড়ে চন্দননগর পৌরসভার(Chandannagar Municipality) ১৯ নম্বর ওয়ার্ডের কানাইলাল পল্লী জগদ্ধাত্রী পূজা মণ্ডপের একাংশ ভেঙে পড়ে। হঠাৎ ঘটে যাওয়া এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়ালেও স্থানীয়দের দ্রুত তৎপরতায় বড় কোনো দুর্ঘটনা এড়ানো গেছে।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান চন্দননগরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেন(Minister Indranil Sen)। তিনি প্রশাসনকে দ্রুত উদ্ধার ও নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দেন। পুলিশ, দমকল ও পৌরকর্মীরা মিলে দ্রুত উদ্ধারকার্য সম্পন্ন করেন।প্রাথমিকভাবে জানা গেছে, কোনও প্রাণহানি বা গুরুতর আহতের ঘটনা ঘটেনি। নিরাপত্তার স্বার্থে সাময়িকভাবে বিদ্যুৎ সংযোগ বন্ধ রাখা হয়েছে।মন্ত্রী ইন্দ্রনীল সেন জানান, “এটি এক দুর্ভাগ্যজনক ঘটনা হলেও সৌভাগ্যবশত কেউ আহত হননি। ভবিষ্যতে এমন পরিস্থিতি এড়াতে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।”পূজা কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, মণ্ডপের ক্ষতিগ্রস্ত অংশ দ্রুত মেরামত করে পূজা নির্বিঘ্নে সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে।

মা জগদ্ধাত্রীর ৭০ফুট (70 Foot)উঁচু মূর্তির নিচ দিয়ে দর্শনার্থীদের প্রবেশ করতে হচ্ছিল মণ্ডপে।মঙ্গলবার বিকেল থেকে নিম্নচাপ ও ঘূর্ণিঝড়ের দরুন আবহাওয়া পরিবর্তনের কারণে মানকুন্ডু কানাইলাল পল্লীতে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। বৃহত্তম জগদ্ধাত্রী পুজার মণ্ডপটি আকস্মিকভাবে চোখের নিমেষে প্রাকৃতিক দুর্যোগের কারণে ভেঙে পড়ে যায়। এই দুর্ঘটনার ফলে ৮জন দর্শনার্থী আহত হন। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, আহতদের দ্রুত উদ্ধার করে চন্দননগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসার জন্য।

ঘটনার পর এলাকায় চরম আতঙ্কের সৃষ্টি হয় । তবে প্রশাসনের তরফে তৎপরতার সঙ্গে উদ্ধার ও নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ সহ প্রশাসনিক আধিকারিকরা। আহতদের উদ্ধার করে হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। শুধু চন্দননগর নয় পূর্ব মেদিনীপুরের তমলুকে(Tamluk) ঘূর্ণিঝড়ের দরুন বৃষ্টি এবং ঝড়ো হাওয়ায় একটি জগদ্ধাত্রী পূজার রাস্তার ওপর থাকা বিশাল আলোকসজ্জার গেট ভেঙে পড়ে। এর পাশাপাশি উত্তর চব্বিশ পরগনা জেলার বনগাঁ রোডে রাস্তার উপর যে ওভার হেড বাঁশের তোরণ তৈরি করা হয়েছিল আলোকসজ্জার জন্য তাও ভেঙে পড়ে যায়।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

গুণধর সিভিক : ধার নিয়ে চাইলে টাকা, দলবল নিয়ে মারধর করে পাওনাদারকে

SIR নিয়ে বিরোধীরা আতঙ্ক সৃষ্টি করছে জনগণের মধ্যে, মন্তব্য ফিরহাদের

বন দফতরের জমি দখল করে রিসর্ট তৈরির অভিযোগ, চাঞ্চল্য জিতুশোলে

হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ মেট্রোর সংখ্যা কমছে, প্রথম ট্রেনের সময়সূচিতেও পরিবর্তন

SIR: ২৯৪টি বিধানসভা কেন্দ্রেই তৃণমূল কংগ্রেসের ওয়ার রুম খোলার নির্দেশ মমতার

ডেঙ্গু দমনে জোর তৎপর রাজ্য, ৭৫০ কোটি খরচ স্বাস্থ্য দফতরের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ