এই মুহূর্তে




এখানে কোন SIR খাটবে না, হুমকির স্বরে দাবি তৃণমূলের ব্লক সভাপতির

নিজস্ব প্রতিনিধি, মিনাখাঁ: উত্তর ২৪ পরগনা বসিরহাটে মহাকুমা মিনাখাঁর এক নম্বর ব্লকের তৃণমূলের ব্লক সভাপতি তাজউদ্দিন মোল্লা এর দাবি এখানে কোন এস আই আর খাটবে না। শুক্রবার তিনি তার দলীয় কার্যালয়ে বসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন-SIR আমাদের এখানে খাটবে না , একটা ভোটার বাদ দিয়ে দেখাক, দেখুন তারপরে আমরা কি করি।পাশাপাশি তিনি এও বলেন-2021 সালে মিনাখাঁ বিধানসভা(Minakha Assembly) ভোটে তৃণমূল যে ব্যবধানে জিতেছে ২০২৬ সালের বিধানসভা ভোটে তার থেকে বেশি ব্যবধানে জিতবে।

তাজ উদ্দিন মোল্লা(Tajuddin Molla), মিনাখাঁ ব্লক ১ এর তৃণমূলের ব্লক সভাপতি জোরের সাথে বলেন, আগামী বছর বিধানসভা নির্বাচনে তৃণমূল একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করবে। তিনি দাবি করেন দলনেত্রী হলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং যুবরাজ হলে অভিষেক বন্দ্যোপাধ্যায়। কোন নাম বাদ পড়লে দলনেত্রী যে নির্দেশ দেবেন সেই অনুযায়ী তারা সৈনিক হিসেবে সেই ভূমিকা পালন করবেন। প্রয়োজন হলে রাস্তায় নামবেন। সকলেই দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) উপরে বিশ্বাস রাখেন ।আশা ভরসা তার উপরেই রাখেন। গোটা পরিস্থিতির ওপর নজর রাখছে দল।

যে ঘটনা ঘটবে সেই অনুযায়ী দল যে নির্দেশ দেবে পরবর্তী পদক্ষেপ হিসেবে তা গ্রহণ করা হবে। নতুন পুরনো সকলকে সঙ্গে নিয়ে মিনাখাঁতে এবার আগামী বছর বিধানসভা ভোটে গত নির্বাচন থেকে বেশি ভোটের ব্যবধানে তৃণমূল প্রার্থী জয় লাভ করবে বলে তিনি দাবি করেন।যত সময় এগোচ্ছে এস আই আর ইস্যুকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তাপ বাড়ছে। ইতিমধ্যেই এস আই আর আতঙ্কে আত্মহত্যার ঘটনা ঘটেছে এই রাজ্যে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

SIR নিয়ে বিরোধীরা আতঙ্ক সৃষ্টি করছে জনগণের মধ্যে, মন্তব্য ফিরহাদের

বন দফতরের জমি দখল করে রিসর্ট তৈরির অভিযোগ, চাঞ্চল্য জিতুশোলে

হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ মেট্রোর সংখ্যা কমছে, প্রথম ট্রেনের সময়সূচিতেও পরিবর্তন

SIR: ২৯৪টি বিধানসভা কেন্দ্রেই তৃণমূল কংগ্রেসের ওয়ার রুম খোলার নির্দেশ মমতার

ডেঙ্গু দমনে জোর তৎপর রাজ্য, ৭৫০ কোটি খরচ স্বাস্থ্য দফতরের

‘আগামী ৬ মাস অ্যাসিড টেস্ট ‘, SIR নিয়ে কর্মী সমর্থকদের সতর্ক থাকার নির্দেশ অভিষেকের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ