এই মুহূর্তে




২৮টি খোয়া যাওয়া মোবাইল উদ্ধার করল ইংরেজবাজার থানা

নিজস্ব প্রতিনিধি, ইংরেজবাজার : মালদাতে ২৮ টি চোরাই মোবাইল সহ ২ যুবককে গ্রেপ্তার করল ইংরেজবাজার থানার পুলিশ। ধৃতরা হলেন পাপাই দাস বয়স(২৮)বছর ।বাড়ি মালদা জেলার ইংরেজবাজার থানার(Englisah Bazar Police Station) কোতুয়ালি গ্রাম পঞ্চায়েতের ন ঘর কলোনী এলাকায়। অপরজন হলেন লব মন্ডল বয়স(২০) বছর। বাড়ি ইংরেজবাজার পৌরসভার ২১ নম্বর ওয়ার্ডের সুকান্ত পল্লী এলাকায়।

পুলিশ সূত্রে জানা যায়, গতকাল রাতে মালদা শহরের সুকান্তপল্লী(Sukanta Pally) এলাকায় গোপন সূত্রে খবর পেয়ে দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃত দুজনের কাছ থেকে নামিদামি কোম্পানির ২৮ টি মোবাইল(Mobile) উদ্ধার করে। আজ ধৃতদের মালদা জেলা আদালতে পেশ করা হয়।  দুই যুবকের সঙ্গে এই চক্রে আর কে কে যুক্ত আছে তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

দুর্গাপুজোর আগেও মালদা জেলা পুলিশ(Malda District Police) মোবাইলচক্রের এক বড় চাইকে ধরতে সক্ষম হয়েছিল । তাদের সঙ্গে এই দু”জনের যোগাযোগ আছে কিনা তা খতিয়ে দেখছে ইংরেজ বাজার থানার পুলিশ। মোবাইলগুলি মানুষের অসতর্কতার সুযোগ নিয়ে হাতিয়ে নেওয়ার পর তারা সেগুলিকে কোথায় বিক্রি করতো, তা জানতে ধৃতদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।ইদানিং মালদা(Malda) এলাকায় বেশ কিছু যুবক এই মোবাইল চুরি চক্রের সঙ্গে যুক্ত হয়ে পড়েছে। এদের মধ্যে অনেকেই মাদকাসক্ত। নেশা দ্রব্যের টাকা রোজগারের জন্য তারা বেছে নিয়েছে এই মোবাইল হাত সাফাই অপরাধের জগৎ।কাদের হাতছানিতে এই মাদকাসক্ত যুবকরা মোবাইল চুরি চক্রে যুক্ত হচ্ছে তা জানতে পুলিশ অফিসাররা জোর কদমে তদন্ত শুরু করেছে।পকেটমারি ও কেপমারির মতো অন্যান্য অপরাধের পরিসংখ্যান কমে গেলেও, ইদানিং মালদা শহর সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে মোবাইল চুরি চক্র ক্রমশ সক্রিয় হয়ে উঠেছে। যা কিনা চিন্তার ভাজ ফেলেছে প্রশাসনের কপালে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

গুণধর সিভিক : ধার নিয়ে চাইলে টাকা, দলবল নিয়ে মারধর করে পাওনাদারকে

SIR নিয়ে বিরোধীরা আতঙ্ক সৃষ্টি করছে জনগণের মধ্যে, মন্তব্য ফিরহাদের

বন দফতরের জমি দখল করে রিসর্ট তৈরির অভিযোগ, চাঞ্চল্য জিতুশোলে

হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ মেট্রোর সংখ্যা কমছে, প্রথম ট্রেনের সময়সূচিতেও পরিবর্তন

SIR: ২৯৪টি বিধানসভা কেন্দ্রেই তৃণমূল কংগ্রেসের ওয়ার রুম খোলার নির্দেশ মমতার

ডেঙ্গু দমনে জোর তৎপর রাজ্য, ৭৫০ কোটি খরচ স্বাস্থ্য দফতরের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ