এই মুহূর্তে




আজব কাণ্ড! ২০০২-এর ভোটার তালিকায় নেই SIR-এর দায়িত্বে থাকা একাধিক BLO-এর নাম

নিজস্ব প্রতিনিধি: বাংলাতে শুরু হতে চলেছে এসআইআর। ঘোষণা করে দিয়েছে নির্বাচন কমিশন। BLO-দের ঘাড়ে দেওয়া হয়েছে ভোটার তালিকা সংশোধনের গুরু দায়িত্ব। কিন্তু যাদের উপর SIR-এর দায়িত্ব দেওয়া হয়েছে সেই BLO-দেরই নাম নেই ২০০২-এর ভোটার তালিকায় । হ্যাঁ, শুনতে অবাক লাগলেও এটাই ঘটেছে নদিয়ার চাকদায়। এই তথ্য জানিয়েছেন খোদ বিডিও। জানা গিয়েছে, নদিয়ার চাকদায় ২০০২-এর ভোটার তালিকায় নাম নেই ৩২২ জন BLO-এর মধ্যে ১৩ জন BLO-এর ।

এই ঘটনা প্রকাশ্যে আসতেই জোর চাঞ্চল্য ছড়িয়েছে নদিয়া জেলাতে। জানা গিয়েছে যে পরিবারের নাম বাদ গিয়েছে তালিকা থেকে সেই পরিবারের সদস্যই BLO-এর দায়িত্বে রয়েছেন। চাকদা ব্লক উন্নয়ন আধিকারিক সমীরণ কৃষ্ণ মন্ডল ঘটনার কথা স্বীকার করে জানিয়েছেন, চাকদায় SIR-এর দায়িত্বে আছেন ৩২২ জন BLO। তাদের মধ্যে ১৩ জনের নাম নেই তালিকায়। ঘটনাটি নদিয়া জেলার চাকদা থানার অন্তর্গত তাতলা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ মসরা মাঠপাড়ার। তবে প্রকাশ্যে এসেছে চাঞ্চল্যকর তথ্য। জানা গিয়েছে, যে জায়গায় ঘটনাটি ঘটেছে সেই এলাকার BLO বিষ্ণুপুর হাড়িপুকুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ৯১/১৩০ পার্টের রনি অধিকারী। দাবি করা হয়েছে যে, রনি অধিকারীর মা পুষ্পরানী অধিকারী এবং বাবা দুলাল অধিকারী ২০১৬ সালে অবৈধভাবে তাঁদের নামে নথিপত্র বের করেছেন। অভিযোগ উঠেছে, ২০১৮ সালে পুষ্পরানী অধিকারীকে মা ও বাবা দুলাল অধিকারীকে ‘দাদা’ দেখিয়ে পুষ্পরানির ছোটপুত্র BLO রনি অধিকারী তাঁর নাম তোলেন। নথিপত্রেও নাকি এর প্রমাণ রয়েছে। ঘটনা প্রকাশ্যে আসতেইচাকদা ব্লক উন্নয়ন আধিকারিক সমীরণ কৃষ্ণ মন্ডলের কাছে পরিবারের সদস্যরা জানতে যান। তিনি চাঞ্চল্যকর তথ্য দিয়ে জানান রনি অধিকারী সহ বাকি BLO-রা অথরিটির নির্দেশ অনুযায়ী কাজ করছেন। এমনকি আরও অনেকে সঙ্গেও এই ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। সমীরণ কৃষ্ণ মন্ডল বিষয়টি সংশ্লিষ্ট দফতরের আধিকারিকদের জানিয়েছেন।

প্রসঙ্গত, কেন্দ্রীয় নির্বাচন কমিশন সোমবার রাত ১২টাতেই ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ভোটার তালিকা ফ্রিজ করে দিয়েছে। এই সময় বন্ধ থাকবে ভোটার তালিকা সংক্রান্ত যাবতীয় কাজ। ২৮ অক্টোবর মঙ্গলবার থেকে শুরু হচ্ছে এনুমেরেশন ফর্ম ছাপানোর কাজ। BlO দের প্রশিক্ষণ দিয়ে এনুমেরেশন ফর্ম দেওয়ানো হবে। প্রশিক্ষণ শেষে ৪ নভেম্বর থেকে বাড়ি বাড়ি গিয়ে এনুমেরেশন ফর্ম দেবেন BLO রা। কেউ যদি এই সময়ে রাজ্যের বাইরে যান, অথবা যারা প্রবাসী তারা অনলাইনেও ফর্ম ফিল আপ করতে পারবেন। খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে ৯ ডিসেম্বর। তালিকা নিয়ে অভিযোগ থাকলে ৯ ডিসেম্বর থেকে ৮ জানুয়ারির মধ্যে জানাতে হবে। পরবর্তী পর্যায়ে ৯ ডিসেম্বর থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত চলবে অভিযোগ শোনা এবং খতিয়ে দেখার কাজ। চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে ৭ ফেব্রুয়ারি।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

গুণধর সিভিক : ধার নিয়ে চাইলে টাকা, দলবল নিয়ে মারধর করে পাওনাদারকে

SIR নিয়ে বিরোধীরা আতঙ্ক সৃষ্টি করছে জনগণের মধ্যে, মন্তব্য ফিরহাদের

বন দফতরের জমি দখল করে রিসর্ট তৈরির অভিযোগ, চাঞ্চল্য জিতুশোলে

হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ মেট্রোর সংখ্যা কমছে, প্রথম ট্রেনের সময়সূচিতেও পরিবর্তন

SIR: ২৯৪টি বিধানসভা কেন্দ্রেই তৃণমূল কংগ্রেসের ওয়ার রুম খোলার নির্দেশ মমতার

ডেঙ্গু দমনে জোর তৎপর রাজ্য, ৭৫০ কোটি খরচ স্বাস্থ্য দফতরের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ